ETV Bharat / state

গোঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমা - clash between bjp and tmc at goghat

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে ৷ তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করে গোঘাট থানার পুলিশ ।

গোঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
গোঘাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ
author img

By

Published : May 4, 2021, 10:33 PM IST

গোঘাটা, 4 এপ্রিল : তৃণমূল-বিজেপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্র গোঘাটের কুমুড়সা । ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় গোঘাট থানার পুলিশ ।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে ৷ তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হন বেশ কিছু তৃণমূল কর্মী ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । পরে তৃণমূলের লোকজন এলাকায় হাজির হন । ততক্ষণে এলাকায় মোতায়েন হয়ে যায় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ । উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করে গোঘাট থানার পুলিশ । অন্যদিকে এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ । পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে অস্ত্রসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ ।

আরও পড়ুন : ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

এরপর এলাকায় চলে দফায় দফায় বোমাবাজি ৷ আগুন লাগানো হয় খড়ের গাদাতেও । দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এলাকা ভরে যায় ধোঁয়ায় । তবে সময় বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে । ঘটনায় আতঙ্ক ছড়ায় কুমুড়সা গ্রামে । পুলিশের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

গোঘাটা, 4 এপ্রিল : তৃণমূল-বিজেপির সংঘর্ষে কার্যত রণক্ষেত্র গোঘাটের কুমুড়সা । ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় গোঘাট থানার পুলিশ ।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে ৷ তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হন বেশ কিছু তৃণমূল কর্মী ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা । পরে তৃণমূলের লোকজন এলাকায় হাজির হন । ততক্ষণে এলাকায় মোতায়েন হয়ে যায় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ । উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করে গোঘাট থানার পুলিশ । অন্যদিকে এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ । পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে অস্ত্রসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ ।

আরও পড়ুন : ফলতায় তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

এরপর এলাকায় চলে দফায় দফায় বোমাবাজি ৷ আগুন লাগানো হয় খড়ের গাদাতেও । দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এলাকা ভরে যায় ধোঁয়ায় । তবে সময় বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে । ঘটনায় আতঙ্ক ছড়ায় কুমুড়সা গ্রামে । পুলিশের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.