ETV Bharat / state

কাঁথির নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার হুগলিতে - দাদপুর

কাঁথির নিখোঁজ তৃৃণমূল নেতার দেহ মিলল হুগলিতে।

মৃত তৃণমূল নেতা
author img

By

Published : Feb 11, 2019, 9:38 AM IST

দাদপুর, ১১ ফেব্রুয়ারি : হুগলির দাদপুর থানার তালচিনি এলাকা থেকে উদ্ধার হল কাঁথির নিখোঁজ তৃণমূল নেতা রীতেশ রায়ের দেহ। তিনি তৃণমূলের চাঁদবেড়িয়া বুথের সভাপতি ছিলেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্বাসরোধের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্ধু শৌভিকের সঙ্গে মালদা যাচ্ছেন বলে বাড়িতে ফোন করে জানান রীতেশ। তারপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফে মারিশদা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

৮ ফেব্রুয়ারি হুগলির তালচিনি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে দাদপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ১০ ফেব্রুয়ারি মারিশদা থানায় ওই মৃতদেহের ছবি পাঠানো হয়। আজ রীতেশের পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ শনাক্ত করেন।

দাদপুর, ১১ ফেব্রুয়ারি : হুগলির দাদপুর থানার তালচিনি এলাকা থেকে উদ্ধার হল কাঁথির নিখোঁজ তৃণমূল নেতা রীতেশ রায়ের দেহ। তিনি তৃণমূলের চাঁদবেড়িয়া বুথের সভাপতি ছিলেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্বাসরোধের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্ধু শৌভিকের সঙ্গে মালদা যাচ্ছেন বলে বাড়িতে ফোন করে জানান রীতেশ। তারপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফে মারিশদা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

৮ ফেব্রুয়ারি হুগলির তালচিনি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে দাদপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ১০ ফেব্রুয়ারি মারিশদা থানায় ওই মৃতদেহের ছবি পাঠানো হয়। আজ রীতেশের পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ শনাক্ত করেন।


Navsari (Gujarat), Feb 11 (ANI): Despite the old currency notes of 500 and 1000 denomination being banned since November 8, 2016 by the central government, the banned currency notes are still being recovered in large numbers. Now, the Gujarat Police seized over Rs 3.5 crore of old currency in Navsari and held four people in the connection with possessing the banned notes. The police seized the banned currency notes from a car, and excise officials have been informed about the same.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.