ETV Bharat / state

ভোরবেলায় ঘরে ঢুকল ট্রাক, পিষ্ট মহিলা ; প্রতিবাদে পথ অবরোধ - woman killed

সিঙ্গুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে ঘরে ঢুকে যায় ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় এক মহিলার ।

ভোরবেলায় ঘরে ঢুকল ট্রাক
author img

By

Published : May 15, 2019, 10:31 AM IST

সিঙ্গুর, 15 মে : হুগলির সিঙ্গুর থানার নান্দাহাট তলার কাছে ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা । যার জেরে স্থানীয়রা চন্দননগর রোড অবরোধ করে । ঘটনাস্থানে সিঙ্গুর থানার পুলিশ গেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয় । পরে DSP অরিন্দম দাস গিয়ে প্রায় তিনঘণ্টা পর অবরোধ তুলে দেন । ট্রাক সমেত চালককে আটক করেছে পুলিশ । ট্রাকটি সিঙ্গুর থেকে চন্দননগর যাচ্ছিল ।

SINGUR ACCIDENT
প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

আজ ভোরে বাড়ির চৌকাঠে জল দিচ্ছিলেন উমা বাগ (65) । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে চলে আসে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় উমার । বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে নসিবপুরে চন্দননগর রোড অবরোধ করে স্থানীয়রা ।

মৃতের আত্মীয় বিমান বাগ বলেন, "ভোর পাঁচটা নাগাদ সিঙ্গুর থেকে চন্দননগরগামী একটি ট্রাক রেষারেষি করতে গিয়ে বাড়িতে ঢুকে যায় । জেঠিমাকে চাপা দিয়ে দেয় ।"

স্থানীয়দের অভিযোগ, লোকাল রোড হলেও হাইরোডের মতো বেপরোয়া গাড়ি চলে এখানে । মাটিবোঝাই লরি চলে প্রচণ্ড গতিতে । পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয় না । তাদের দাবি, "আমার চাই এই রাস্তা দিয়ে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল করুক । পুলিশকে সেই বিষয়ে নজর দিতে হবে ।"

সিঙ্গুর, 15 মে : হুগলির সিঙ্গুর থানার নান্দাহাট তলার কাছে ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা । যার জেরে স্থানীয়রা চন্দননগর রোড অবরোধ করে । ঘটনাস্থানে সিঙ্গুর থানার পুলিশ গেলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয় । পরে DSP অরিন্দম দাস গিয়ে প্রায় তিনঘণ্টা পর অবরোধ তুলে দেন । ট্রাক সমেত চালককে আটক করেছে পুলিশ । ট্রাকটি সিঙ্গুর থেকে চন্দননগর যাচ্ছিল ।

SINGUR ACCIDENT
প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

আজ ভোরে বাড়ির চৌকাঠে জল দিচ্ছিলেন উমা বাগ (65) । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিল ভেঙে চলে আসে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় উমার । বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে নসিবপুরে চন্দননগর রোড অবরোধ করে স্থানীয়রা ।

মৃতের আত্মীয় বিমান বাগ বলেন, "ভোর পাঁচটা নাগাদ সিঙ্গুর থেকে চন্দননগরগামী একটি ট্রাক রেষারেষি করতে গিয়ে বাড়িতে ঢুকে যায় । জেঠিমাকে চাপা দিয়ে দেয় ।"

স্থানীয়দের অভিযোগ, লোকাল রোড হলেও হাইরোডের মতো বেপরোয়া গাড়ি চলে এখানে । মাটিবোঝাই লরি চলে প্রচণ্ড গতিতে । পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয় না । তাদের দাবি, "আমার চাই এই রাস্তা দিয়ে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল করুক । পুলিশকে সেই বিষয়ে নজর দিতে হবে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.