ধনেখালি, 14 জুন : "লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে ৷ কিন্তু 2021-এ আর ওঁকে দেখা যাবে না ৷" রক্তদান শিবিরে এসে নাম না করে ধনেখালির তৃণমূল বিধায়ককে এভাবেই আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ পালটা লকেটকে 'মিথ্যাবাদী' বলে কটাক্ষ করেন ওই তৃণমূল বিধায়কও ৷ তাই BJP সাংসদ ও তৃণমূল বিধায়কের বাকযুদ্ধে সরগরম ধনেখালি ৷
আজ ধনেখালি মদনমোহন তলায় স্থানীয় BJP নেতা অজয় কৈরীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই তিনি নাম না করে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্রকে আক্রমণ করেন ৷ বলেন, "লোকসভায় মানুষের ভোট পেয়েছে ৷ 2021-এ আর ওঁকে দেখাই যাবে না ৷" পাশাপাশি তিনি বলেন, কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করার জন্য 1 কোটি টাকা দিয়েছি ৷ কিন্তু জেলাশাসক এখনও জানাতে পারেননি ওই টাকায় কী কাজ করা হবে ৷
লকেট চট্টোপাধ্যায়ের এই সমস্ত অভিযোগের পালটা দিয়েছেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র ৷ তিনি বলেন, "সাংসদ এক জন মিথ্যাবাদী ৷ নাটুকে তিনি ৷ হুগলি লোকসভার মানুষ তাঁর ভাওতামি বুঝতে পেরে গেছে ৷ মানুষ আর এই এক ভুল দ্বিতীয়বার করবে না ৷ উনি বলছেন, 1 কোটি টাকা দিয়েছেন ৷ আমি জানতে চাই, কাকে উনি ওই টাকাটা দিয়েছেন ৷ আসলে উনি মিথ্যাবাদী ৷"
কিছুদিন আগে ধনেখালিতে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "এলাকার সাংসদকে আর দেখাই যায় না ৷" সেই প্রসঙ্গেও আজ কল্যাণ বন্দ্যাপাধ্যায়কে কটাক্ষ করেন লকেট ৷ বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর দৃষ্টিশক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছেন ৷ তাঁর মাথাও কাজ করছে না ৷"
ধনেখালিতে রক্তদান শিবিরের পাশাপাশি একটি দলীয় কর্মসূচিতেও যোগ দেন তিনি ৷ সেখানে প্রায় 200 জন তৃণমূল কর্মী BJP-তে যোগদান করেন ৷ তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেন লকেট চট্টোপাধ্যায় ৷