হালুশা (হুগলি), 15 মে: গত এপ্রিলে বীরভূমের সিউড়িতে জনসভা করে 2024 সালের লোকসভা নির্বাচনে আসন জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই লক্ষ্যই পূরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলা থেকে 35টি আসন উপহার দেওয়া হবে বলে সোমবার জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
এ দিন তিনি হুগলির সপ্তগ্রাম বিধানসভার হালুশায় বিজেপির প্রবাস বৈঠকে হাজির হন ৷ সেখানেই এই মন্তব্য করেন ৷ তবে তাঁর এই মন্তব্যের নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি দাবি ৷ যেখানে অভিষেক দলের কর্মী ও সমর্থকদের কাছে পরবর্তী লোকসভা ভোটে জয়ের ব্যবধান 2019 সালের চেয়ে তিনগুন করার ডাক দেন ৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘ওঁর (অভিষেক) এই আশা পূর্ণ হবে না ৷ পূর্ণ হতে দেব না ৷ লোকসভা ভোটে আমরা কমপক্ষে 35টি আসন জিতে নরেন্দ্র মোদিকে উপহার দেব ৷’’
এ দিন হুগলির হালুশায় পৌঁছে স্থানীয় মহানাদ কালীমন্দিরে পুজো দেন বিজেপির সভাপতি ৷ তার পর বৈঠকে যোগ দিয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন ৷ তবে সাংবাদিকদের সামনে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন ৷ অভিষেকের সভায় আরএসএস কর্মীর উপস্থিতি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়েও মুখ খোলেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, ‘‘এটা সাজানো নাটক করেছে ৷ যিনি স্বয়ংসেবক, তিনি জানেন কীভাবে ইউনিফর্ম পরতে হয় । ছবি দেখে করা পিকের স্ক্রিপ্ট এটা । টুপিটাও ঠিক করে পরতে পারেনি । যাঁরা সংঘের স্বয়ংসেবক, তাঁরা জানেন যে কেউ দুপুর বেলায় গণবেশ পরে ঘুরে বেড়ায় না ।’’
এছাড়াও তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে গাড়ি না পেয়ে শিশুর মৃতদেহ ব্যাগে আনার ঘটনার সমালোচনা করলেন ৷ তাঁর কথায়, রাজ্যের প্রশাসনই যখন অমানবিক, তখন অমানবিক ছবি ধরা পড়বে । কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় অ্যাম্বুল্যান্স দেয় । কেন্দ্রীয় সরকার পয়সা পাঠায়, সেই টাকা কোথায় যাচ্ছে, এই প্রশ্নও তুলেছেন তিনি ৷ পাশাপাশি তাঁর দাবি, অ্যাম্বুল্যান্স চালকরা সরকারি হাসপাতালগুলিতে সিন্ডিকেট তৈরি করেছে ৷ তাই এই অবস্থা ৷
অন্যদিকে রাজ্য সরকারের মন্ত্রী অখিল গিরিকে তিনি কার্টুন বলে কটাক্ষ করেছেন ৷ জানিয়েছেন, অখিল গিরি বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত ৷ মদন মিত্রর জায়গা এবার অখিল নেবেন বলেও কটাক্ষ করেন তিনি ৷ একই সঙ্গে চাকরি বাতিল প্রসঙ্গে তিনি কাঠগড়ায় তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৷ তাদের ভুলেই এতজনের চাকরি গেল বলে সুকান্তর দাবি ৷
আরও পড়ুন: একুশে বাংলায় খুঁটিপুজো চব্বিশে বিজেপির বিসর্জন, কটাক্ষ অভিষেকের