সিঙ্গুর, 29 নভেম্বর: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার শিবির নিয়ে তৃণমূলকে বিঁধল বিজেপি(BJP Criticises TMC on Holding Duare Sarkar Camp During Annual Exam in School)৷ মঙ্গলবার হুগলির সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির হয় । স্থানীয় এক ছাত্র জানায়, পরীক্ষা চলাকালীন প্রচণ্ড আওয়াজ হচ্ছিল দুয়ারে সরকার ক্যাম্পে ৷ যদিও স্কুলের প্রধান শিক্ষকের দাবি, সরকারি প্রকল্পে সাহায্য করা আমাদের কাজ । তাই পরীক্ষা চললেও খুব একটা সমস্যা হয়নি ।
সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা শুরু হয় সকাল 11টা থেকে । আড়াই ঘণ্টার এই পরীক্ষা চলে 1.30 মিনিট পর্যন্ত । আর স্কুল চত্বরে পরীক্ষা চলাকালীনই দুয়ারে সরকার শিবিরে হাজারখানেক মানুষ ভিড় জমান ৷ তাতে অসুবিধায় পরে পড়ুয়ারা ।
স্থানীয় নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা-সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন । তাঁরা জানান, কোনও মাইকের ব্যবহার হয়নি আজকের ক্যাম্পে । কোলাহলের শব্দ যাতে পরীক্ষা কেন্দ্রের ঘরের ভিতর প্রবেশ করতে না পারে তার জন্য অনেক ঘরেরই দরজা-জানলা বন্ধ রাখতে হয় বলে ছাত্রছাত্রীরা জানায় ।
আরও পড়ুন : দুয়ারে সরকার ক্যাম্পে গোষ্ঠীদ্বন্দ্ব, হাতাহাতিতে জড়াল শাসকদলের দুই পক্ষ
স্কুলের এক ছাত্র সন্দীপ দাসের কথায়, একটু চেঁচামেচির আওয়াজ আসছিল শুধু তা ছাড়া আর কিছু অসুবিধা হয়নি । পরীক্ষা চলাকালীন দুয়ারের সরকার শিবির নিয়ে বিতর্ক উস্কে দিয়ে বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডে বলেন, "সরকার বা শাসক দলের কোনও চক্ষু লজ্জা নেই । একটা পরীক্ষা চলাকালীন কীভাবে দুয়ারে সরকার শিবিরে হাজার হাজার মানুষের জমায়েত হয় ? দরজা জানলা বন্ধ করে দিয়ে যেভাবে পরীক্ষা হল তার ফলে যে কোনও ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়তে পারত । এর ধিক্কার জানাই আমরা ।"
যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সত্যদেব দে বলেন,"দুয়ারে সরকার ক্যাম্পের জন্য পরীক্ষার ক্ষেত্রে স্কুলের এমন ঘরগুলো ব্যবহার করা হয়েছে যেখানে ক্যাম্পের জন্য কোনও রকম পরীক্ষার্থীদের অসুবিধা হবে না বা হয়নি । এদিনের ক্যাম্পে কোনও মাইকের ব্যবহার হয়নি । পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । কোনও ছাত্র-ছাত্রী বা অভিভাবকরা এ এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ।"
নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা জানান, আজকে অল্প পরীক্ষা আছে, ক্যাম্পে কোনও কোলাহল হয়নি । ফলে পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনওরকম অসুবিধা হয়নি । বিজেপি মিথ্যা অভিযোগ করছে ।"
আরও পড়ুন : ইটিভি ভারতের খবরের জের, দুয়ারে সরকার এল বৃদ্ধাশ্রমে