আরামবাগ, 12 জুলাই: উলটপুরাণ হুগলির আরামবাগে ৷ সেখানে পঞ্চায়েতে বিজেপির জয়ের পরই তৃণমূল প্রার্থীর বাবার উপর বিজেপি সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ । তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি, তৃণমূলের জেলা সহ-সভাপতি স্বপন নন্দী প্রার্থীকে উদ্ধার করতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ গুলি চালানো হয় বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ায় । ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের মলয়পুর পঞ্চায়েতের পূর্ব পাড়া বুথে এবারে জয়ী হয় বিজেপি । আর তার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । অভিযোগ, বুধবার সকালে ওই এলাকার তৃণমূল প্রার্থী শ্যামসুন্দর কোয়ালের বাড়িতে হামলা চালায় বিজেপির দলবল । সেখানেই বেধড়ক মারধর করা হয় তৃণমূল প্রার্থীর বাবা নিমাই কোয়ালকে । তাঁর মাথা ফেটে যায় । ভয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা যায়নি ৷
সেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে এলাকা থেকে উদ্ধার করতে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন নন্দী ও বেশ কিছু তৃণমূল কর্মী । তাঁর অভিযোগ, তাঁকে উদ্ধার করে ফেরার পথে রাস্তা আটকান বিজেপি সমর্থকরা ৷ প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগ । তার পরেই তৃণমূলের তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় । ভাঙচুর করা হয় চারচাকা গাড়ি ।
অভিযোগ, অন্যান্য তৃণমূল কর্মীদের পিছনে ছুটে ধাওয়া করা হয় । কোনোরকমে এলাকা ছাড়ে তারা । অভিযোগ, সেই সময়ও গাড়ি লক্ষ করে গুলি চালানো হয় । পুরো ঘটনায় এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । যদিও পরে আরামবাগ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । তবে ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তোলা হলেও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের পালটা দাবি, তৃণমূলের লোকজন বহিরাগত লোক নিয়ে এলাকায় অশান্তি করতে এসেছিল ।
আরও পড়ুন: সিঙ্গুরের আস্থা মমতার উপরই আজও অটুট, প্রমাণ মিলল পঞ্চায়েতের রায়ে