ETV Bharat / state

ফের আক্রান্ত সুজাতা, গাড়ি ভাঙচুর - আরামবাগে আক্রান্ত সুজাতা

আরামবাগের পইসারা এলাকায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 6, 2021, 6:34 PM IST

আরামবাগ, 6 এপ্রিল : ফের একবার আক্রান্ত সুজাতা মণ্ডল ৷ আরামবাগের পইসারা এলাকায় তৃণমূল প্রার্থী বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷ তাঁর গাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে ৷ সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করে বিজেপি কর্মীরা ৷ গাড়ির ধাক্কায় আহত এক গ্রামবাসী ৷

আজ দুপুরেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি ৷ আরামবাগ বিধানসভার আরান্ডিতে তিনি এবং তাঁর নিরাপত্তারক্ষী মার খেয়েছেন বলে অভিযোগ সুজাতার ৷ তাঁর অভিযোগ, "এখানকার ভোটাররা আমাকে খবর দিয়েছিলেন যে তাঁরা ভোট দিতে পারছেন না ৷ তাঁরা এখানে 600 ভোটার আছেন ৷ মমতা দিদিকে ভালোবেসে তাঁরা ভোট দিতে চান ৷ এখানে সংখ্যালঘু এবং তফশিলি ভোটার আছেন ৷"

আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: বিস্ফোরক সুজাতা

তিনি আরও বলেন, "গ্রামবাসীদের ভয় দেখিয়ে, মহিলাদের কাপড় খুলে নিয়েছে ৷ বলেছে, তোরা যদি তৃণমূলকে ভোট দিস তাহলে তোদের রেপ করে খুন করব ৷ এই খবর পেয়ে আমি যখন একজন মহিলা হিসাবে ছুটে এলাম, আমাকে ওরা এলোপাথাড়ি মারল ৷ আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ আমাকে আধলা ইট দিয়ে মারা হয়েছে ৷ আমি একাকী নারী লড়াই করছি, আর আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল বিজেপি ৷"

সুজাতা মণ্ডল খাঁর ওপর হওয়া হামলা নিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল ।

আরামবাগ, 6 এপ্রিল : ফের একবার আক্রান্ত সুজাতা মণ্ডল ৷ আরামবাগের পইসারা এলাকায় তৃণমূল প্রার্থী বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা ৷ তাঁর গাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে ৷ সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করে বিজেপি কর্মীরা ৷ গাড়ির ধাক্কায় আহত এক গ্রামবাসী ৷

আজ দুপুরেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি ৷ আরামবাগ বিধানসভার আরান্ডিতে তিনি এবং তাঁর নিরাপত্তারক্ষী মার খেয়েছেন বলে অভিযোগ সুজাতার ৷ তাঁর অভিযোগ, "এখানকার ভোটাররা আমাকে খবর দিয়েছিলেন যে তাঁরা ভোট দিতে পারছেন না ৷ তাঁরা এখানে 600 ভোটার আছেন ৷ মমতা দিদিকে ভালোবেসে তাঁরা ভোট দিতে চান ৷ এখানে সংখ্যালঘু এবং তফশিলি ভোটার আছেন ৷"

আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: বিস্ফোরক সুজাতা

তিনি আরও বলেন, "গ্রামবাসীদের ভয় দেখিয়ে, মহিলাদের কাপড় খুলে নিয়েছে ৷ বলেছে, তোরা যদি তৃণমূলকে ভোট দিস তাহলে তোদের রেপ করে খুন করব ৷ এই খবর পেয়ে আমি যখন একজন মহিলা হিসাবে ছুটে এলাম, আমাকে ওরা এলোপাথাড়ি মারল ৷ আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ আমাকে আধলা ইট দিয়ে মারা হয়েছে ৷ আমি একাকী নারী লড়াই করছি, আর আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল বিজেপি ৷"

সুজাতা মণ্ডল খাঁর ওপর হওয়া হামলা নিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.