হুগলি, 26 মার্চ : ‘‘আমার বাংলা সোনার বাংলা ৷ তুই কে বাংলাকে সোনার বাংলা করবি৷’’ এভাবেই বিজেপি নেতৃত্বকে আক্রমণ করলেন যাদবপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসে মিমি ।শুক্রবার ত্রিবেণী বিটিপিএস টাউনশিপ থেকে বিশাল রোড শো করলেন মিমি চক্রবর্তী । সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তর সমর্থনে রোড শো করতে আসেন তিনি । তিনি আরও বলেন, ‘‘মাঠে ঘাটে যেখানে সেখানে ঘাস ফুল আছে। কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে কাঁদায় গিয়ে পাঁকে পড়ে যান, তাহলে আর উঠতে পারবেন না । তাই কোন ফুলে আপনারা ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার।’’
টাউনশিপ থেকে আসাম লিঙ্ক রোড ধরে কালীতলা হয়ে ত্রিবেণী স্টেশন রোড মনসাতলা থেকে ত্রিবেণী বাজার শিবপুর হয়ে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে শেষ হয় রোড শো।অভিনেত্রী মিমিকে দেখতে রাস্তার ধারে অনেক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েকশো টোটো ম্যাজিক বাইক নিয়ে তৃণমূল কর্মীরা রোড শোয়ে যোগ দেন।
আরও পড়ুন : মাস্টার মশাইয়ের কথা যত কম বলা যায় ততই ভাল, একান্ত সাক্ষাৎকারে বেচারাম
এদিন হেলিকপ্টারে করে বাঁশবেড়িয়া ফুটবল মাঠে নামেন মিমি চক্রবর্তী৷ সেখান থেকে বিটিপিএস টাউনশিপে গিয়ে রোড শোতে যোগ দেন। রোড শো শেষে একটি সভায় করেন মিমি।তিনি বলেন, ‘‘তপন দাশগুপ্তকে জিতিয়ে আনতে হবে৷ তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। আর মমতা জিতলে স্বাস্থ্যসাথী, দু’টাকা কিলো চাল, শিক্ষা সবকিছু মিলবে ৷ বিজেপির এতো পয়সা বাড়ি বাড়ি গিয়ে 200 ,500 টাকা ছড়াচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও আমরা টাকা ছড়াতে পারব না। কারণ, সেই টাকা খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথীতে খরচ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন আপনার করোনার সময় বাড়িতে বসে থাকলে ও দুবেলা হাঁড়িতে ভাত থাকে। তাই সকলের কাছে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রার্থীকে জয়ী করুন।’’