ETV Bharat / state

যশ দাশগুপ্তের কেন্দ্রে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 8 - tmc bjp clash

আজ সকালে কোলে পাড়ায় চতুর্থ দফার ভোট নিয়ে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয় । অভিযোগ, এরপরই পাড়ার এক যুবককে মারধর করে তৃণমূলের কয়েকজন । দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷

eight injured in tmc bjp clash at chanditala
eight injured in tmc bjp clash at chanditala
author img

By

Published : Apr 11, 2021, 3:30 PM IST

চণ্ডীতলা, 11 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ । বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্তের কেন্দ্র চণ্ডীতলায় ভোট পরবর্তী অশান্তিতে আহত হয়েছে আটজন ৷ রবিবার সকালে এলাকার ভগবতীপুরের কোলে পাড়ায় এই ঘটনা ঘটে ।

আজ সকালে কোলে পাড়ায় চতুর্থ দফার ভোট নিয়ে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয় । অভিযোগ, এরপরই পাড়ার এক যুবককে মারধর করে তৃণমূলের কয়েকজন । সেই যুবককে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি । এরপর মারের বদলা নিতে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন । মারধরের পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর করা হয় । ভেঙে দেওয়া হয় দোকান ৷ তাতে আহত হয় দুই পক্ষের আটজন । ঘটনার জেরে ভগবতীপুর বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় । খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ কেউ আটকও হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

চণ্ডীতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

আরও পড়ুন : দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

এই বিষয় তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "বিজেপি ইচ্ছা করে এই সব ঘটনা ঘটাছে । সব জায়গায়তেই অশান্তি করার চেষ্টা করছে । ভোটের দিন আমাদের পঞ্চায়েত সদস্যদের বাড়ি ভাঙচুর করেছে । বিজেপির এই বিশৃঙ্খলার জবাব আগামী 2 তারিখ বাংলার মানুষ দেবেন।"

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোস বলেন, "গতকাল শান্তিপূর্ণ নির্বাচনে হয়েছে । কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হওয়ায় কারণে রিগিং করতে পারেনি । তাই আমাদের কর্মীদের মারধর করেছে ৷ এখনও উত্তেজনা আছে । আমরা পুলিশে অভিযোগ করেছি ।"

চণ্ডীতলা, 11 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ । বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্তের কেন্দ্র চণ্ডীতলায় ভোট পরবর্তী অশান্তিতে আহত হয়েছে আটজন ৷ রবিবার সকালে এলাকার ভগবতীপুরের কোলে পাড়ায় এই ঘটনা ঘটে ।

আজ সকালে কোলে পাড়ায় চতুর্থ দফার ভোট নিয়ে কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয় । অভিযোগ, এরপরই পাড়ার এক যুবককে মারধর করে তৃণমূলের কয়েকজন । সেই যুবককে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি । এরপর মারের বদলা নিতে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় বেশ কয়েকজন । মারধরের পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর করা হয় । ভেঙে দেওয়া হয় দোকান ৷ তাতে আহত হয় দুই পক্ষের আটজন । ঘটনার জেরে ভগবতীপুর বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় । খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ কেউ আটকও হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

চণ্ডীতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

আরও পড়ুন : দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল

এই বিষয় তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "বিজেপি ইচ্ছা করে এই সব ঘটনা ঘটাছে । সব জায়গায়তেই অশান্তি করার চেষ্টা করছে । ভোটের দিন আমাদের পঞ্চায়েত সদস্যদের বাড়ি ভাঙচুর করেছে । বিজেপির এই বিশৃঙ্খলার জবাব আগামী 2 তারিখ বাংলার মানুষ দেবেন।"

বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোস বলেন, "গতকাল শান্তিপূর্ণ নির্বাচনে হয়েছে । কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হওয়ায় কারণে রিগিং করতে পারেনি । তাই আমাদের কর্মীদের মারধর করেছে ৷ এখনও উত্তেজনা আছে । আমরা পুলিশে অভিযোগ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.