ETV Bharat / state

নকুলদানা-গুড় বাতাসা সহযোগে খেলার ডাক অনুব্রতর - খেলার ডাক অনুব্রতর

পুরশুড়া বিধানসভা ছাড়াও বিভিন্ন এলাকার হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করেন । অনুব্রত মণ্ডলের রোড শো ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

v
গুড়বাতাসা সহযোগে খেলার ডাক অনুব্রতর
author img

By

Published : Apr 3, 2021, 10:02 AM IST

পুরশুড়া, 3 এপ্রিল : প্রথম দুই দফায় 25 এবং 26 সিটে জিতছে তৃণমূল ৷ পুরশুড়ায় রোড শো তে এসে দাবি করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷

শুক্রবার হুগলির পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো করেন অনুব্রত মণ্ডল ৷ দুপুর তিনটে নাগাদ রোড শো শুরু হয় ৷ পুরশুড়া বিধানসভা ছাড়াও বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করেন । যুব তৃণমূলের একটা বড় অংশ খেলা হবে স্লোগান দিয়ে রোড শোকে এগিয়ে নিয়ে যায় ৷ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের রোড শো ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ পুরশুড়া বিধানসভায় কমপক্ষে 20 হাজার ভোটে জেতার বিষয়ে আশাবাদী অনুব্রত ৷ শুধু তাই নয় আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া এই চারটি সিটই তৃণমূল জিতছে বলে দাবি করেন তিনি ।

পরশুড়ায় রোড শো তে অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : রেকর্ড ভোট দ্বিতীয় দফায়, সর্বোচ্চ বাঁকুড়ার কোতুলপুরে; প্রশংসা রাজ্যপালের

হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে একবাক্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে । পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে 220 থেকে 230 টা গোল দেব বলেও মন্তব্য করেন ৷ তিনি এও বলেন," খেলা হবে ৷ গুড় বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম সব হবে ৷"

পুরশুড়া, 3 এপ্রিল : প্রথম দুই দফায় 25 এবং 26 সিটে জিতছে তৃণমূল ৷ পুরশুড়ায় রোড শো তে এসে দাবি করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷

শুক্রবার হুগলির পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে রোড শো করেন অনুব্রত মণ্ডল ৷ দুপুর তিনটে নাগাদ রোড শো শুরু হয় ৷ পুরশুড়া বিধানসভা ছাড়াও বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করেন । যুব তৃণমূলের একটা বড় অংশ খেলা হবে স্লোগান দিয়ে রোড শোকে এগিয়ে নিয়ে যায় ৷ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের রোড শো ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ পুরশুড়া বিধানসভায় কমপক্ষে 20 হাজার ভোটে জেতার বিষয়ে আশাবাদী অনুব্রত ৷ শুধু তাই নয় আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া এই চারটি সিটই তৃণমূল জিতছে বলে দাবি করেন তিনি ।

পরশুড়ায় রোড শো তে অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : রেকর্ড ভোট দ্বিতীয় দফায়, সর্বোচ্চ বাঁকুড়ার কোতুলপুরে; প্রশংসা রাজ্যপালের

হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে একবাক্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে । পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে 220 থেকে 230 টা গোল দেব বলেও মন্তব্য করেন ৷ তিনি এও বলেন," খেলা হবে ৷ গুড় বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম সব হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.