ETV Bharat / state

নাটক করছেন লকেট, আবির ছোড়া নিয়ে পাল্টা তোপ অসিতের - লকেটের চোখে আবির প্রসঙ্গে মন্তব্য অসিত মজুমদারের

তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, ‘‘লকেট নাটক করছেন । উনি বুঝে গিয়েছেন তাঁর প্রচারে কোনও লোক আসছেন না । তাই এই সব করে খবরে থাকতে চাইছেন । তবে এসব করে কিছু হবে না ।’’

নাটক করছেন লকেট, আবির ছোঁড়ার অভিযোগ প্রসঙ্গে মন্তব্য অসিত মজুমদারের
নাটক করছেন লকেট, আবির ছোঁড়ার অভিযোগ প্রসঙ্গে মন্তব্য অসিত মজুমদারের
author img

By

Published : Mar 28, 2021, 3:22 PM IST

চুঁচুড়া, 28 মার্চ : চোখে ইচ্ছাকৃত আবির ছোড়ার অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ তৃণমূলের দিকেই আঙুল তুলেছিলেন তিনি ৷ ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেছিলেন এই অভিনেত্রী সাংসদ ৷ এমনকি, হামলার ঘটনা নির্বাচন কমিশনে জানাবেন বলেও জানান ৷ লকেটের এই অভিযোগকে নাটক আখ্যা দিলেন চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ৷

শনিবার বিকেলে চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকায় ভোটের প্রচারে যান বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই এক জায়গায় বসন্ত উৎসব চলছিল ৷ সেই উৎসবে যোগ দেন তিনি ৷ মহিলারা লকেটকে রং মাখাতে চাইলে নিষেধ করেন তিনি ৷ মহিলারা লকেট চট্টোপাধ্যায়ের কপালে আবির দিয়ে টিপ দেন ৷ লকেটের অভিযোগ, এই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর মুখে ইচ্ছা করে আবির ছোড়ে ৷ চোখে লাগে সেই আবির ৷ অসহ্য যন্ত্রণা শুরু হয় ৷ তাঁর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় ৷ তৃণমূলই এই ঘটনার পিছনে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন, চোখে আবির ছোড়ায় আক্রান্ত লকেট, অভিযোগ তৃণমূলের দিকে

এবিষয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, ‘‘‘লকেট নাটক করছেন । উনি বুঝে গিয়েছেন তাঁর প্রচারে কোনও লোক আসছেন না । তাই এই সব করে খবরে থাকতে চাইছেন । তবে এসব করে কিছু হবে না ।’’

চুঁচুড়া, 28 মার্চ : চোখে ইচ্ছাকৃত আবির ছোড়ার অভিযোগ তুলেছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ তৃণমূলের দিকেই আঙুল তুলেছিলেন তিনি ৷ ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেছিলেন এই অভিনেত্রী সাংসদ ৷ এমনকি, হামলার ঘটনা নির্বাচন কমিশনে জানাবেন বলেও জানান ৷ লকেটের এই অভিযোগকে নাটক আখ্যা দিলেন চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ৷

শনিবার বিকেলে চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকায় ভোটের প্রচারে যান বিজেপি প্রার্থী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সেখানেই এক জায়গায় বসন্ত উৎসব চলছিল ৷ সেই উৎসবে যোগ দেন তিনি ৷ মহিলারা লকেটকে রং মাখাতে চাইলে নিষেধ করেন তিনি ৷ মহিলারা লকেট চট্টোপাধ্যায়ের কপালে আবির দিয়ে টিপ দেন ৷ লকেটের অভিযোগ, এই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর মুখে ইচ্ছা করে আবির ছোড়ে ৷ চোখে লাগে সেই আবির ৷ অসহ্য যন্ত্রণা শুরু হয় ৷ তাঁর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় ৷ তৃণমূলই এই ঘটনার পিছনে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন, চোখে আবির ছোড়ায় আক্রান্ত লকেট, অভিযোগ তৃণমূলের দিকে

এবিষয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, ‘‘‘লকেট নাটক করছেন । উনি বুঝে গিয়েছেন তাঁর প্রচারে কোনও লোক আসছেন না । তাই এই সব করে খবরে থাকতে চাইছেন । তবে এসব করে কিছু হবে না ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.