ETV Bharat / state

"মোদি পাড়া" লেখা ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গন্ডগোল তারকেশ্বরে - tarakeswar

হুগলির তারকেশ্বরের আস্তারা গ্রামে BJP-র লাগানো ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 4, 2020, 1:33 PM IST

তারকেশ্বর, 4 নভেম্বর : "মোদি পাড়া" লেখা একটি ব্যানার ছিঁড়ে দিল দুষ্কৃতীরা ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির তারকেশ্বরের আস্তারা গ্রামে ৷ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ BJP-র ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

উত্তরপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর ছবিতে "মোদি পাড়া" লিখে কয়েকটি ব্যানার লাগিয়েছিলেন BJP মণ্ডল সভাপতি সুরদীপ ঘোষ । যা নিয়ে ইতিমধ‍্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এরপর আজ সকালে এলাকার কয়েকজন ও BJP কর্মীরা দেখেন যে সেই ব‍্যানার রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে । BJP-র বুথ সভাপতি বলেন, "রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে । মানুষ এর জবাব দেবে ।"

তৃণমূলের বুথ সভাপতি মানিক মান্না বলেন, "এই ধরণের ঘটনা আমরা সমর্থন করি না ৷ তবে BJP রাতে এই ব্যানার লাগিয়েছে আর এলাকায় উত্তেজনা ছড়াতে রাতেই তারা ব্যানার ছিঁড়েছে । আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ।"

তারকেশ্বর, 4 নভেম্বর : "মোদি পাড়া" লেখা একটি ব্যানার ছিঁড়ে দিল দুষ্কৃতীরা ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির তারকেশ্বরের আস্তারা গ্রামে ৷ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ BJP-র ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

উত্তরপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর ছবিতে "মোদি পাড়া" লিখে কয়েকটি ব্যানার লাগিয়েছিলেন BJP মণ্ডল সভাপতি সুরদীপ ঘোষ । যা নিয়ে ইতিমধ‍্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এরপর আজ সকালে এলাকার কয়েকজন ও BJP কর্মীরা দেখেন যে সেই ব‍্যানার রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে । BJP-র বুথ সভাপতি বলেন, "রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে । মানুষ এর জবাব দেবে ।"

তৃণমূলের বুথ সভাপতি মানিক মান্না বলেন, "এই ধরণের ঘটনা আমরা সমর্থন করি না ৷ তবে BJP রাতে এই ব্যানার লাগিয়েছে আর এলাকায় উত্তেজনা ছড়াতে রাতেই তারা ব্যানার ছিঁড়েছে । আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.