ETV Bharat / state

BJP অশিক্ষিত দল, তাদের জন্যই রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় ফিরবে : অরুণাভ ঘোষ

নাগরিকত্ব (সংশোধনী) আইন ,2019-কে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে ৷  কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যাবে বলে দাবি করেন অরুণাভবাবু । BJP -কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘BJP-র পড়াশোনার সঙ্গে কোন সম্পর্ক নেই । স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তিনি স্নাতক নন । ক্লাস নাইন পাশ ।’’

image
অরুণাভ ঘোষ
author img

By

Published : Dec 15, 2019, 12:02 AM IST

চুঁচুডা়, 14 ডিসেম্বর : 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ফিরিয়ে আনবে BJP । চুঁচুড়ায় একটি সভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ । শুধুমাত্র BJP -র জন্যই তৃণমূল 43 শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাভবাবু । নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে অসম চুক্তিও বাতিল হয়ে যাবে বলে মত তাঁর ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন ,2019-কে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে ৷ কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যাবে বলে দাবি করেন অরুণাভবাবু । BJP -কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘BJP-র পড়াশোনার সঙ্গে কোন সম্পর্ক নেই । স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তিনি স্নাতক নন । ক্লাস নাইন পাশ ।’’

BJP অশিক্ষিত দল, দাবি করলেন অরুণাভ ঘোষ


নিজেকে মমতার ঘোর বিরোধী বলে উল্লেখ করেন অরুণাভবাবু ৷ কিন্তু BJP কে আরও বিপজ্জনক বলে মনে হয়েছে তাঁর৷ মেঘালয়ের রাজ্যপাল তথাগত বসুকে কটাক্ষ করেন অরুণাভবাবু । এরাজ্যে 18 জন BJP সাংসদ থাকলেও একটাও পূর্ণমন্ত্রী পায়নি রাজ্য । এই নিয়েও BJP -কে কটাক্ষ করেন তিনি । দেশের প্রধানমন্ত্রীকেও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন তিনি ৷

চুঁচুডা়, 14 ডিসেম্বর : 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ফিরিয়ে আনবে BJP । চুঁচুড়ায় একটি সভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ । শুধুমাত্র BJP -র জন্যই তৃণমূল 43 শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাভবাবু । নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে অসম চুক্তিও বাতিল হয়ে যাবে বলে মত তাঁর ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন ,2019-কে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে ৷ কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যাবে বলে দাবি করেন অরুণাভবাবু । BJP -কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘BJP-র পড়াশোনার সঙ্গে কোন সম্পর্ক নেই । স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তিনি স্নাতক নন । ক্লাস নাইন পাশ ।’’

BJP অশিক্ষিত দল, দাবি করলেন অরুণাভ ঘোষ


নিজেকে মমতার ঘোর বিরোধী বলে উল্লেখ করেন অরুণাভবাবু ৷ কিন্তু BJP কে আরও বিপজ্জনক বলে মনে হয়েছে তাঁর৷ মেঘালয়ের রাজ্যপাল তথাগত বসুকে কটাক্ষ করেন অরুণাভবাবু । এরাজ্যে 18 জন BJP সাংসদ থাকলেও একটাও পূর্ণমন্ত্রী পায়নি রাজ্য । এই নিয়েও BJP -কে কটাক্ষ করেন তিনি । দেশের প্রধানমন্ত্রীকেও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন তিনি ৷

Intro:2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কে ফিরিয়ে আনবে বিজেপি।মন্তব্য অরুণাভ ঘোষের।তিনি আরো মুসলিম ভোট 26 শতাংশ।5 থেকে 6 শতাংশ ভোট কংগ্রেস ও CPIM পেত।এর পুরোটাই চলে গেল তৃণমূলের হাতে।শুধুমাত্র বিজেপির জন্যই তৃণমূলের ভোটে প্রথম হয়ে 43 শতাংশ ভোট পেয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে আসাম চুক্তি বাতিল হয়ে যাবে।
CAA সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে,সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে।বিজেপির পড়াশোনার সঙ্গে কোন সম্পর্ক নেই।স্মৃতি রানী শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি গ্রেজুয়েট নন।ক্লাস নাইন পাশ।রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুভাষচন্দ্র বোস,ঋষি অরবিন্দ,রামকৃষ্ণ দেব যত মনিষী আছে কেউ হিন্দু মুসলমানের কথা বলেছে? কেউ বলেনি।ভগবান সাকার না নিরাকার এই নিয়ে প্রশ্ন উঠেছে।আমি মমতা ব্যানার্জীর ঘোর বিরোধী কিন্তু এ যা দেখছি আরো ডেঞ্জারাস বিজেপি।এরা পড়াশোনা না করেই বলে যাচ্ছে আমি হিন্দু।মেঘালয়ের রাজ্যপাল তথাগত বসুকে কটাক্ষ করেন অরুণাভ বাবু।মুখ্যমন্ত্রী দৌড়ে আছেন দিলীপ ঘোষেদের ল্যাংগ মারতে হবে তাই বলেছেন।এরাজ্যে 18টি সাংসদ হয়েছে একটা পূর্ন মন্ত্রী পেলনা।এটা তো অশিক্ষিতের দল বলে চিহ্নিত হয়ে যাচ্ছে।ভারত বর্ষের প্রধান মন্ত্রী অশিক্ষিত কথা থেকে ডিগ্রি পেয়েছে কেউ জানে না।চুঁচুড়ায় ঘড়ির মোড়ে কংগ্রেস একটি সভায় আসেন কংগ্রেস নেতা অরুনাভ ঘোষ।Body:WB_HGL_CHUCHURA CONG ARUNAVA GHOSH_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.