চুঁচুডা়, 14 ডিসেম্বর : 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ফিরিয়ে আনবে BJP । চুঁচুড়ায় একটি সভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ । শুধুমাত্র BJP -র জন্যই তৃণমূল 43 শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাভবাবু । নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে অসম চুক্তিও বাতিল হয়ে যাবে বলে মত তাঁর ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন ,2019-কে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে ৷ কোর্টে সেই আবেদন খারিজ হয়ে যাবে বলে দাবি করেন অরুণাভবাবু । BJP -কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘BJP-র পড়াশোনার সঙ্গে কোন সম্পর্ক নেই । স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তিনি স্নাতক নন । ক্লাস নাইন পাশ ।’’
নিজেকে মমতার ঘোর বিরোধী বলে উল্লেখ করেন অরুণাভবাবু ৷ কিন্তু BJP কে আরও বিপজ্জনক বলে মনে হয়েছে তাঁর৷ মেঘালয়ের রাজ্যপাল তথাগত বসুকে কটাক্ষ করেন অরুণাভবাবু । এরাজ্যে 18 জন BJP সাংসদ থাকলেও একটাও পূর্ণমন্ত্রী পায়নি রাজ্য । এই নিয়েও BJP -কে কটাক্ষ করেন তিনি । দেশের প্রধানমন্ত্রীকেও অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন তিনি ৷