রিষড়া, 28 অগস্ট: নারদকাণ্ড নিয়ে (Narada Sting Operation) এবার সরব আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী (Aparupa Poddar Husband) ৷ তিনি বলেন, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সব মিথ্যে কথা বলছেন। শুভেন্দু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রিং অপারেশন করিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। স্ট্রিং অপারেশনের পরিকল্পনা দিল্লিতে হয়েছিল, কেডি সিং সেই স্ট্রিং অপারেশন করিয়েছিলেন। আর সে কথা মুকুল রায়ও জানতেন। যে তৃণমূলের বিরুদ্ধে যত মিথ্যা কথা বলতে পারবে তাঁকে ভারতীয় জনতা পার্টি অপজিশন লিডার বানাবে।
তিনি আরও বলেন, জগদীপ ধনকড় কোথায় চলে গেলেন। উপরাষ্ট্রপতি বানিয়ে পুরস্কৃত করা হল ওঁকে। 2018-2019 সালে ইনডোর স্টেডিয়ামে ও নজর মঞ্চে বুথ কর্মীদের নিয়ে বৈঠক হয়েছিল, সেখানে দলের সুপ্রিমো বলেছিলেন, দুর্নীতি করা যাবে না মানুষের টাকা ফেরত দাও ৷ তার পরিপ্রেক্ষিতে টাকাও ফেরত দেওয়া হয়েছিল। দল সতর্ক করেছিল।
আরও পড়ুন: টুইট যুদ্ধে অবতীর্ণ দিল্লি ও অসমের মুখ্যমন্ত্রী
অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "দলের মধ্যে অনেক নেতা আছে, অনেক রকম কথা আছে। কেউ চুপ করে বসে আছে কেউ বড় বড় কথা বলছেন। যাদের টাকা পার্কিং হয়ে গিয়েছে, জায়গাতে লাগানো হয়ে গিয়েছে, সেফ জায়গায় চলে গিয়েছে তাঁরা এখন বড় বড় কথা বলছেন। সময় সব ঠিক করে দেবে, সময় সব বলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি চোর বলে, তার জিভ কেটে নেব। ওঁকে আজকে একটা পেন দেবেন উনি পেনের দাম বলতে পারবে না ৷ দিদি আজকেও 2 টাকা পেন দিয়ে সই করেন। দিদির দলকে যাঁরা বদনাম করেছেন তাঁদেরকে মানুষ আর দেখতে চাইছেন না।"