ETV Bharat / state

School Special : স্কুলছুট রুখতে ছবিতে সাজল অমরপুর প্রাথমিক বিদ্যালয় - school

অমরপুর প্রাথমিক বিদ্যালয় ৷ গেট দেখলে মনে হবে যেন থরে থরে সাজানো রয়েছে বই ৷ স্কুলের ভিতর অপেক্ষা করছে আরও অনেক কিছু ৷ বই না পড়ে শুধু স্কুলে এলেও ছবি থেকেই শিক্ষালাভ করতে পারবে খুদে পড়ুয়ারা ৷ ম্যাপের মধ্যে দিয়ে নিজের জেলা, রাজ্য, দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে পরিচিতি ঘটবে তাদের ৷ কী রয়েছে সেই স্কুলে ?

অমরপুর প্রাথমিক বিদ্যালয়
অমরপুর প্রাথমিক বিদ্যালয়
author img

By

Published : Sep 29, 2021, 7:45 AM IST

Updated : Sep 29, 2021, 9:11 AM IST

পোলবা, 29 সেপ্টেম্বর : করোনা কেড়ে নিয়েছে শিশুদের শৈশব । অতিমারিতে স্কুলের পঠন-পাঠন থেকে স্বাভাবিক জীবন সবটাই গৃহবন্দি হয়েছে গত দু'বছরে । দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ হয়েছে স্কুলের পড়াশোনা থেকে খেলাধূলা সবকিছুই । তার ফলে মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে ।

আবার গ্রাম বাংলার গরিব মানুষ স্কুল বন্ধের কারণে শিশুদের পড়াশোনা থেকে বিরত রেখে অন্য কাজে যুক্ত করেছে । ফলে স্কুল খুললেও যে কতজন স্কুলে আসবে তা নিয়ে চিন্তায় ছিলেন পোলবার অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাস মজুমদার ৷ খুদে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য তিনি এক অভিনব উদ্যোগ নিলেন ৷ স্কুলবাড়িকে সাজিয়ে তুললেন বিভিন্ন ছবি দিয়ে ৷ স্কুলের গেট থেকে শুরু করে বাইরের ও ভিতরের দেওয়াল সব কিছুই শিশুদের শিক্ষার উপযোগী ছবি দিয়ে ভরিয়ে দিলেন ৷

বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর মর্মর মূর্তি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নবরূপে সাজানো বিদ্যালয়কে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৷ এছাড়াও দেশের প্রথম শিক্ষিকা যিনি বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন, নারী শিক্ষা ও নারীদের অধিকার নিয়ে লড়াই করেছিলেন মহারাষ্ট্রের সেই সাবিত্রীবাই ফুলে'র মূর্তিও বসানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন শিল্পা নন্দী ও জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ।

আরও পড়ুন : Ram Mohan Roy : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রামমোহনের জন্মস্থান ভুল, ইংরেজিতে নামের বানানও দুরকম

জেলা থেকে স্কুলের উন্নতির জন্য পনেরো লাখ টাকা আর্থিক অনুদান পায় অমরপুর প্রাথমিক বিদ্যালয় ৷ টাকা পাওয়ার পরই তা দিয়ে কীভাবে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করবেন তা নিয়ে ভাবতে ভাবতেই এই অভিনব উদ্যোগের কথা মাথায় আসে স্বপ্নাদেবীর ৷ এরপরই অঙ্কন শিল্পী শুভনাথ মল্লিকের সঙ্গে কথা বলে সবটা স্থির করেন প্রধান শিক্ষিকা স্বপ্না দাস মজুমদার ৷

এই বিষয়ে তিনি বলেন, "আমাদের স্কুলটা গ্রামাঞ্চলে । তাই শিশুদের স্কুলে ধরে রাখা একটা বড় কাজ আমাদের কাছে । তার মধ্যে করোনা পরিস্থিতি ৷ শিশুদের স্কুলছুট হওয়ার সম্ভাবনা প্রবল ৷ তাই জেলা পরিষদ ও শিক্ষা দফতর থেকে 15 লাখ টাকা অনুদান পাওয়ার পর কোন খাতে সেই অর্থ ব্যয় করব তা ভাবতে ভাবতেই মাথায় আসে নতুন চিন্তাভাবনার মাধ্যমে স্কুলটাকে সাজাতে হবে । যেটা দেখে শিশুরা আগ্রহী হবে । তাই আমাদের স্কুলটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যা দিয়ে শিশুরা পরিবেশ সচেতন হবে, সু-অভ্যাস গড়ে তুলতে পারবে । আমরা মনে করি স্কুলের পরিকাঠামোই স্কুলছুট বাচ্চাদের স্কুলে আসতে বাধ্য করবে । এই কারণেই আমরা দোলনা ও স্লিপার তৈরি করেছি, যাতে তা শিশুদের আকর্ষণ করতে পারে । এর পাশাপাশি আমাদের স্কুল ব্যবস্থার যিনি পুরোধা শিক্ষক সমাজের সেই পূর্বপুরুষ বিদ্যাসাগরের মূর্তিও স্থাপন করা হয়েছে ।"

স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ নিল অমরপুর প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন : Anganwadi : শিশুদের স্কুলমুখী করতে বাসের আদলে অঙ্গনওয়াড়ি

এদিন তিনি আরও বলেন, ‘‘স্কুলে প্রতিটি আঁকা এমনভাবে করা হয়েছে যার মধ্যে দিয়ে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারি আমরা । যেমন- গাছপালার প্রতি যত্ন নেওয়া । নিজের কাজ নিজে করা । সবটাই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে । তাছাড়াও ছবির মাধ্যমে একাধিক নীতিগল্প আঁকা হয়েছে, যাতে তা থেকেও শিশুরা শিক্ষালাভ করতে পারে ৷ স্কুলের গেটের সামনে আঁকা বর্ণপরিচয় শেখার মধ্যে দিয়েই আমাদের শিক্ষাঙ্গনে প্রবেশ হয় । গেটের দু'পাশ বই দিয়ে সাজানো হয়েছে যাতে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ে । স্কুলের পাঠ্যবই ছাড়াও যাতে অন্যান্য বই পড়ার প্রতিও তাঁদের ঝোঁক বাড়ে ৷ এমনি করেই পড়াশোনার উৎসাহ বাড়লেই আমাদের উদ্দেশ্য সাধন হবে ।"

যিনি এই স্কুলকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই শিল্পী শুভনাথ মল্লিকের কথায়, "প্রধান শিক্ষিকার সঙ্গে আলোচনার পরই এই চিন্তাভাবনা আসে । বাচ্চাদের অ-আ-ক-খ থেকে নীতিকথা সব কিছুই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি । এই স্কুলে ছবি আঁকার সময়ই বহু ছাত্র-ছাত্রী এসে দেখে গিয়েছে । তাতে তাদের অনেকটাই উৎসাহ দেখতে পেয়েছি আমি । ভবিষ্যতে স্কুল খোলার পর এই আঁকা দেখতে আরও বেশি স্কুলমুখী হবে তারা । বই না পড়েও শিশুরা এসে যদি এই স্কুলে ঘুরে যায় তাহলেও অনেকটা শিক্ষা পাবে তারা ।"

ছবি দেখে খুদে পড়ুয়ারা স্কুলে আসতে উৎসুক ৷ ছবির টানেই স্কুলছুটরা এবার স্কুলমুখী হবে বলে আশাবাদী শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই ৷

আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে সতর্কতাতেই জোর চিকিৎসকদের

পোলবা, 29 সেপ্টেম্বর : করোনা কেড়ে নিয়েছে শিশুদের শৈশব । অতিমারিতে স্কুলের পঠন-পাঠন থেকে স্বাভাবিক জীবন সবটাই গৃহবন্দি হয়েছে গত দু'বছরে । দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ হয়েছে স্কুলের পড়াশোনা থেকে খেলাধূলা সবকিছুই । তার ফলে মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে ।

আবার গ্রাম বাংলার গরিব মানুষ স্কুল বন্ধের কারণে শিশুদের পড়াশোনা থেকে বিরত রেখে অন্য কাজে যুক্ত করেছে । ফলে স্কুল খুললেও যে কতজন স্কুলে আসবে তা নিয়ে চিন্তায় ছিলেন পোলবার অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাস মজুমদার ৷ খুদে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য তিনি এক অভিনব উদ্যোগ নিলেন ৷ স্কুলবাড়িকে সাজিয়ে তুললেন বিভিন্ন ছবি দিয়ে ৷ স্কুলের গেট থেকে শুরু করে বাইরের ও ভিতরের দেওয়াল সব কিছুই শিশুদের শিক্ষার উপযোগী ছবি দিয়ে ভরিয়ে দিলেন ৷

বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর মর্মর মূর্তি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নবরূপে সাজানো বিদ্যালয়কে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৷ এছাড়াও দেশের প্রথম শিক্ষিকা যিনি বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন, নারী শিক্ষা ও নারীদের অধিকার নিয়ে লড়াই করেছিলেন মহারাষ্ট্রের সেই সাবিত্রীবাই ফুলে'র মূর্তিও বসানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন শিল্পা নন্দী ও জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ।

আরও পড়ুন : Ram Mohan Roy : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রামমোহনের জন্মস্থান ভুল, ইংরেজিতে নামের বানানও দুরকম

জেলা থেকে স্কুলের উন্নতির জন্য পনেরো লাখ টাকা আর্থিক অনুদান পায় অমরপুর প্রাথমিক বিদ্যালয় ৷ টাকা পাওয়ার পরই তা দিয়ে কীভাবে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করবেন তা নিয়ে ভাবতে ভাবতেই এই অভিনব উদ্যোগের কথা মাথায় আসে স্বপ্নাদেবীর ৷ এরপরই অঙ্কন শিল্পী শুভনাথ মল্লিকের সঙ্গে কথা বলে সবটা স্থির করেন প্রধান শিক্ষিকা স্বপ্না দাস মজুমদার ৷

এই বিষয়ে তিনি বলেন, "আমাদের স্কুলটা গ্রামাঞ্চলে । তাই শিশুদের স্কুলে ধরে রাখা একটা বড় কাজ আমাদের কাছে । তার মধ্যে করোনা পরিস্থিতি ৷ শিশুদের স্কুলছুট হওয়ার সম্ভাবনা প্রবল ৷ তাই জেলা পরিষদ ও শিক্ষা দফতর থেকে 15 লাখ টাকা অনুদান পাওয়ার পর কোন খাতে সেই অর্থ ব্যয় করব তা ভাবতে ভাবতেই মাথায় আসে নতুন চিন্তাভাবনার মাধ্যমে স্কুলটাকে সাজাতে হবে । যেটা দেখে শিশুরা আগ্রহী হবে । তাই আমাদের স্কুলটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যা দিয়ে শিশুরা পরিবেশ সচেতন হবে, সু-অভ্যাস গড়ে তুলতে পারবে । আমরা মনে করি স্কুলের পরিকাঠামোই স্কুলছুট বাচ্চাদের স্কুলে আসতে বাধ্য করবে । এই কারণেই আমরা দোলনা ও স্লিপার তৈরি করেছি, যাতে তা শিশুদের আকর্ষণ করতে পারে । এর পাশাপাশি আমাদের স্কুল ব্যবস্থার যিনি পুরোধা শিক্ষক সমাজের সেই পূর্বপুরুষ বিদ্যাসাগরের মূর্তিও স্থাপন করা হয়েছে ।"

স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ নিল অমরপুর প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন : Anganwadi : শিশুদের স্কুলমুখী করতে বাসের আদলে অঙ্গনওয়াড়ি

এদিন তিনি আরও বলেন, ‘‘স্কুলে প্রতিটি আঁকা এমনভাবে করা হয়েছে যার মধ্যে দিয়ে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পারি আমরা । যেমন- গাছপালার প্রতি যত্ন নেওয়া । নিজের কাজ নিজে করা । সবটাই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে । তাছাড়াও ছবির মাধ্যমে একাধিক নীতিগল্প আঁকা হয়েছে, যাতে তা থেকেও শিশুরা শিক্ষালাভ করতে পারে ৷ স্কুলের গেটের সামনে আঁকা বর্ণপরিচয় শেখার মধ্যে দিয়েই আমাদের শিক্ষাঙ্গনে প্রবেশ হয় । গেটের দু'পাশ বই দিয়ে সাজানো হয়েছে যাতে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ে । স্কুলের পাঠ্যবই ছাড়াও যাতে অন্যান্য বই পড়ার প্রতিও তাঁদের ঝোঁক বাড়ে ৷ এমনি করেই পড়াশোনার উৎসাহ বাড়লেই আমাদের উদ্দেশ্য সাধন হবে ।"

যিনি এই স্কুলকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই শিল্পী শুভনাথ মল্লিকের কথায়, "প্রধান শিক্ষিকার সঙ্গে আলোচনার পরই এই চিন্তাভাবনা আসে । বাচ্চাদের অ-আ-ক-খ থেকে নীতিকথা সব কিছুই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি । এই স্কুলে ছবি আঁকার সময়ই বহু ছাত্র-ছাত্রী এসে দেখে গিয়েছে । তাতে তাদের অনেকটাই উৎসাহ দেখতে পেয়েছি আমি । ভবিষ্যতে স্কুল খোলার পর এই আঁকা দেখতে আরও বেশি স্কুলমুখী হবে তারা । বই না পড়েও শিশুরা এসে যদি এই স্কুলে ঘুরে যায় তাহলেও অনেকটা শিক্ষা পাবে তারা ।"

ছবি দেখে খুদে পড়ুয়ারা স্কুলে আসতে উৎসুক ৷ ছবির টানেই স্কুলছুটরা এবার স্কুলমুখী হবে বলে আশাবাদী শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই ৷

আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে সতর্কতাতেই জোর চিকিৎসকদের

Last Updated : Sep 29, 2021, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.