ETV Bharat / state

দোতলা বাড়ির মালিক BJP নেতার ছেলের নাম আমফানের ক্ষতিপূরণ তালিকায়! - amphan corruption

দোতলা বাড়ির মালিক BJP নেতার বিরুদ্ধে ছেলেকে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল । বিষয়টি নিয়ে BDO অফিসে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মীরা । তারকেশ্বরের ঘটনা ।

aa
আমফান
author img

By

Published : Jul 25, 2020, 2:11 AM IST

তারকেশ্বর, 24 জুলাই: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠল BJP নেতার বিরুদ্ধে । তারকেশ্বরের বালিগোড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য সীতানাথ মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছেলেকে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার । তাঁর বিরুদ্ধে BDO অফিসে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ।

তারকেশ্বরের জয়নগর গ্রামের বাসিন্দা তথা 34 নম্বর জেলা পরিষদ এলাকার মণ্ডল সভাপতি সীতানাথ মান্না । তাঁর দুই তলা পাকা বাড়ি রয়েছে । তৃণমূলের তরফে অভিযোগ, দুই ছেলেকে নিয়ে সীতানাথ মান্না ওই বাড়িতেই থাকেন । তাঁর বাড়ির কিছুটা দূরে ইঁটের দেওয়াল দেওয়া একটি গোয়াল ঘর রয়েছে । আমফানে গোয়াল ঘরের অ্যাসবেস্টাসের ছাউনিটি ভেঙেচুরে যায় । সেই দেখিয়েই তিনি ছেলে কার্তিক চন্দ্র মান্নার নাম ক্ষতিপূরণ তালিকায় তুলে দিয়েছেন বলে অভিযোগ ।



যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সীতানাথ মান্না । তাঁর দাবি, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না । তাঁর ছেলে আলাদা থাকেন । তারকেশ্বরের তৃণমূল নেতা স্বপন সামন্ত বলেন, "সমাজ বিরোধী ,দুষ্কৃতীরাই এখন BJP-র নেতা । ওরা সাধারণ মানুষের কথা ভাবে না । নিজেদের স্বার্থটাই আগে দেখে । আর এই ঘটনাই তার প্রমাণ । আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি । অবিলম্বে তদন্ত করা প্রয়োজন । তালিকা থেকে তাঁর ছেলের নাম বাতিল করার দাবিও জানাচ্ছি ।"

BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, "যদি এই ঘটনা সত্যি প্রমাণিত হয় তাহলে দলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । আর তৃণমূলের এই অভিযোগ করা মানায় না । ওদেরও একাধিক এইরকম দুর্নীতি আছে । ওরা প্রশ্রয় দেয় । আমরা দিই না ।" এই বিষয়ে তারকেশ্বরের BDO রশ্নি দীপ্ত বিশ্বাস বলেন, "আমি পুরো বিষয়টি তদন্ত করে দেখব । সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে ।"

তারকেশ্বর, 24 জুলাই: আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠল BJP নেতার বিরুদ্ধে । তারকেশ্বরের বালিগোড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্য সীতানাথ মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছেলেকে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার । তাঁর বিরুদ্ধে BDO অফিসে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ।

তারকেশ্বরের জয়নগর গ্রামের বাসিন্দা তথা 34 নম্বর জেলা পরিষদ এলাকার মণ্ডল সভাপতি সীতানাথ মান্না । তাঁর দুই তলা পাকা বাড়ি রয়েছে । তৃণমূলের তরফে অভিযোগ, দুই ছেলেকে নিয়ে সীতানাথ মান্না ওই বাড়িতেই থাকেন । তাঁর বাড়ির কিছুটা দূরে ইঁটের দেওয়াল দেওয়া একটি গোয়াল ঘর রয়েছে । আমফানে গোয়াল ঘরের অ্যাসবেস্টাসের ছাউনিটি ভেঙেচুরে যায় । সেই দেখিয়েই তিনি ছেলে কার্তিক চন্দ্র মান্নার নাম ক্ষতিপূরণ তালিকায় তুলে দিয়েছেন বলে অভিযোগ ।



যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সীতানাথ মান্না । তাঁর দাবি, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না । তাঁর ছেলে আলাদা থাকেন । তারকেশ্বরের তৃণমূল নেতা স্বপন সামন্ত বলেন, "সমাজ বিরোধী ,দুষ্কৃতীরাই এখন BJP-র নেতা । ওরা সাধারণ মানুষের কথা ভাবে না । নিজেদের স্বার্থটাই আগে দেখে । আর এই ঘটনাই তার প্রমাণ । আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি । অবিলম্বে তদন্ত করা প্রয়োজন । তালিকা থেকে তাঁর ছেলের নাম বাতিল করার দাবিও জানাচ্ছি ।"

BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, "যদি এই ঘটনা সত্যি প্রমাণিত হয় তাহলে দলের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । আর তৃণমূলের এই অভিযোগ করা মানায় না । ওদেরও একাধিক এইরকম দুর্নীতি আছে । ওরা প্রশ্রয় দেয় । আমরা দিই না ।" এই বিষয়ে তারকেশ্বরের BDO রশ্নি দীপ্ত বিশ্বাস বলেন, "আমি পুরো বিষয়টি তদন্ত করে দেখব । সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.