পাণ্ডুয়া, 22 জুন : হুগলি জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । সোমবার বিকালে পাণ্ডুয়ার বিবেকানন্দ নগরের মীরেপাড়া এলাকায় তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ । আহত ওই যুব মোর্চা নেতার নাম সুজয় হাওলাদার । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে তাঁকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা পঞ্চায়েত অফিসে আসে ৷ তা জানাতেই মীরেপাড়া এলাকায় গিয়েছিলেন সুজয় । সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর উপরে হামলা করে । তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করা হয় । চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।
আরও পড়ুন : ঘরে ফিরতেই মারধর, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বর্ধমানে
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, "এই ঘটনার সাথে তৃণমূল কোনওভাবে যুক্ত নয় । এটা বিজেপির দলীয় কোন্দল ।"