হুগলি, 18 জুন : লাগাতার বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর পাশাপাশি দ্বারকেশ্বর নদে । নদ তীরবর্তী বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি আরামবাগের দু নম্বর ওয়ার্ডে ৷ বেশ কয়েকটি এলাকায় জল বেড়ে কার্যত জলমগ্ন হয়েছে বহু বাড়ি । প্রশাসনের তরফে বাঁধের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই ।
বাঁধের কাছে অস্থায়ী ত্রিপল খাটিয়ে বসবাস করছেন বহু পরিবার । প্রশাসনের তরফে প্রত্যেকের হাতে সাধ্যমত খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে । শুক্রবার দুপুরে এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললেন আরামবাগের মহকুমাশাসক নৃপেন্দ্র সিং । দুপুরে রান্না করা খাবার দুর্গত মানুষদের হাতে তুলে দিলেন মহকুমা শাসক স্বয়ং ৷ এলাকার মানুষের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী । ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে বেশ কয়েকটি এলাকায় ।
আরও পড়ুন : জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
এ বিষয়ে আরামবাগের মহকুমাশাসক নৃপেন্দ্র সিং জানান, "বৃষ্টির জন্য কিছুটা জল বেড়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করার কাজ চলছে। আপাতত তিনশোর বেশি পরিবারকে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। তবে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে।"