আরামবাগ, ৮ এপ্রিল : আরামবাগে তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত আরামবাগ আদালতে আত্মসমর্পণ করল। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সেখ মোক্তার হোসেনের খুনের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত শেখ আবদুল আজিজ খান ওরফে লালটু খান। লালটু নিজে যুব তৃণমূল কংগ্রেসের নেতা ছিল। মোক্তার হোসেনের খুনের পর প্রায় চার মাস পলাতক থাকার পর অবশেষে আজ আরামবাগ মহকুমা আদালতে আত্মসমর্পণ করল সে।
শেখ মোক্তার গত ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ ছিলেন। এছাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা ছিলেন। গত বছর ১৬ ডিসেম্বর সন্ধ্যায় হরিণখোলার মধুরপুর এলাকায় ফাঁকা মাঠে মোক্তার হোসেনকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছিল আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের নেতা শেখ লালটুর বিরুদ্ধে।
যদিও আত্মসমর্পণকারী লালটু বলেন, "এই ঘটনায় আমি যুক্ত নই। আমাকে ফাঁসানো হয়েছে।"