ETV Bharat / state

National Award Winner: চলচ্চিত্রের ডার্করুমের কর্মীদের নিয়ে তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’, জাতীয় পুরস্কার অভিজিতের

জাতীয় পুরস্কার পাচ্ছে চলচ্চিত্রের ডার্করুমের কর্মীদের নিয়ে তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’ ৷ ফিল্ম ডেভেলেপারদের অন্ধকারাছন্ন জীবন কাহিনী এই তথ্যচিত্রতে তুলে ধরেছেন পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ হুগলির বৈদ্যবাটির সন্তান তিনি ৷ তাঁর এই তথ্যচিত্রতে কাজ করেছেন অনেক নামী পরিচালক থেকে পর্দার পিছনের শিল্পীরা ৷

National Award winner
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 4:25 PM IST

Updated : Sep 3, 2023, 1:00 PM IST

জাতীয় পুরস্কার পাচ্ছে তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’

বৈদ্যবাটি, 2 সেপ্টেম্বর: 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 পাচ্ছেন বাংলার পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সেরা ফিল্ম হিসাবে মনোনিত হয়েছে তাঁর তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’ ৷ চলচ্চিত্রের ডার্করুমের কর্মীদের নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি । করোনাকালে 2021 সালে তাঁর এই তথ্যচিত্রটি মুক্তি পায় ।

এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে দম বন্ধ করা অন্ধকার ঘরে দিনের পর দিন কাজ করা ফ্লিম ডেভেলেপারদের জীবন কাহিনীকে ৷ সকলের অগোচরে ফিল্ম ডেভেলেপাররা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করেছেন । আর তা করেছেন নিজেদের স্বাস্থ্য ও আয়ুর কোন পরোয়া না করেই ৷ অথচ তাদের এই নীরব কাজের জন্য না তারা পেয়েছেন উপযুক্ত কোন স্বীকৃতি, আর না পেয়েছেন পর্যাপ্ত মজুরি ৷ কেউ তাঁদের কথা মনে রাখেনি । সেই সব মানুষগুলোর প্রতিনিয়ত জীবন যুদ্ধের কথা ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় তথ্যচিত্রতে ফুটিয়ে তুলেছেন ইথস অফ ডার্কনেসের নির্মাতা ।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "নন ফিচার ফিল্ম বিভাগে এই তথ্যচিত্রটি মনোনিত হয়েছে । সেলুলয়েড ফিল্মে যারা দমবন্ধ করা ঘরে দশ বারো ঘণ্টা বিষাক্ত গ্যাস নাকে নিয়ে কাজ করতেন এই তথ্যচিত্র তাঁদের কথা বলে । এঁদের মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে । দেশে ফিল্ম ডেভেলেপারদের মধ্যে কতিপয় মানুষ এখন বেঁচে আছেন । তবে পরিবর্তনের সঙ্গে কেউ পেশা বদলেছেন । আবার কেউ হারিয়ে গিয়েছেন চিরতরে । তাঁদের স্বার্থত্যাগ খুঁজে পাওয়া যাবে না । তাঁদের এই স্বার্থত্যাগের জন্যই এই ছবি তৈরি করা হয়েছে । তাঁদের জীবন থেকেই এই ছবি তৈরির অনুপ্রেরণা পেয়েছি ।"

National Award winner
বৈদ্যবাটির সন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

বৈদ্যবাটির বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ গত 35 বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি । মফঃস্বলে থেকে দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে । বৈদ্যবাটি থেকে কলকাতার যাত্রাপথটা সহজ ছিল না তাঁর ৷ কলকাতায় কাজ করতে গিয়ে অনেক হেও সহ্য করতে হয়েছে অভিজিৎকে । সেভাবে কোনও অফিসিয়াল ডিগ্রি ছিল না তাঁর । না ছিল কোন ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সুযোগও ।

আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেল 'ঝিল্লি', উচ্ছ্বসিত গৌতম ঘোষের পুত্র নবাগত পরিচালক ঈশান

চলচ্চিত্র জগতে বিভিন্ন পরিচালক ও চিত্রগাহকের সঙ্গে কাজ করেছেন তিনি । ছোট থেকেই চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে উৎসাহ ছিল তাঁর । সেখান থেকেই তথ্যচিত্র নির্মানের ভাবনা ৷ যা আজ তাঁর ঝুলিতে এনে দিল জাতীয় পুরস্কার ৷ তিনি বলেন, "আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁরা সকলেই মফঃস্বলের মানুষ । এই ছবি পুরস্কৃত হওয়া মানে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো । করোনার সময় এই কাজ করা হয়েছে । সাফল্য পেয়েছি এতেই খুশি ।"

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে 24 অগস্ট 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর ঘোষণা হয়েছে । করোনার কারণে 2021 সালের জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে 2023 অর্থাৎ এ বছর ৷ আগামিদিনে এই পুরস্কার তুলে দেওয়া হবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে ।

জাতীয় পুরস্কার পাচ্ছে তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’

বৈদ্যবাটি, 2 সেপ্টেম্বর: 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 পাচ্ছেন বাংলার পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সেরা ফিল্ম হিসাবে মনোনিত হয়েছে তাঁর তথ্যচিত্র ‘ইথস অফ ডার্কনেস’ ৷ চলচ্চিত্রের ডার্করুমের কর্মীদের নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি । করোনাকালে 2021 সালে তাঁর এই তথ্যচিত্রটি মুক্তি পায় ।

এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে দম বন্ধ করা অন্ধকার ঘরে দিনের পর দিন কাজ করা ফ্লিম ডেভেলেপারদের জীবন কাহিনীকে ৷ সকলের অগোচরে ফিল্ম ডেভেলেপাররা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করেছেন । আর তা করেছেন নিজেদের স্বাস্থ্য ও আয়ুর কোন পরোয়া না করেই ৷ অথচ তাদের এই নীরব কাজের জন্য না তারা পেয়েছেন উপযুক্ত কোন স্বীকৃতি, আর না পেয়েছেন পর্যাপ্ত মজুরি ৷ কেউ তাঁদের কথা মনে রাখেনি । সেই সব মানুষগুলোর প্রতিনিয়ত জীবন যুদ্ধের কথা ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় তথ্যচিত্রতে ফুটিয়ে তুলেছেন ইথস অফ ডার্কনেসের নির্মাতা ।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "নন ফিচার ফিল্ম বিভাগে এই তথ্যচিত্রটি মনোনিত হয়েছে । সেলুলয়েড ফিল্মে যারা দমবন্ধ করা ঘরে দশ বারো ঘণ্টা বিষাক্ত গ্যাস নাকে নিয়ে কাজ করতেন এই তথ্যচিত্র তাঁদের কথা বলে । এঁদের মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে । দেশে ফিল্ম ডেভেলেপারদের মধ্যে কতিপয় মানুষ এখন বেঁচে আছেন । তবে পরিবর্তনের সঙ্গে কেউ পেশা বদলেছেন । আবার কেউ হারিয়ে গিয়েছেন চিরতরে । তাঁদের স্বার্থত্যাগ খুঁজে পাওয়া যাবে না । তাঁদের এই স্বার্থত্যাগের জন্যই এই ছবি তৈরি করা হয়েছে । তাঁদের জীবন থেকেই এই ছবি তৈরির অনুপ্রেরণা পেয়েছি ।"

National Award winner
বৈদ্যবাটির সন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

বৈদ্যবাটির বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ গত 35 বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি । মফঃস্বলে থেকে দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে । বৈদ্যবাটি থেকে কলকাতার যাত্রাপথটা সহজ ছিল না তাঁর ৷ কলকাতায় কাজ করতে গিয়ে অনেক হেও সহ্য করতে হয়েছে অভিজিৎকে । সেভাবে কোনও অফিসিয়াল ডিগ্রি ছিল না তাঁর । না ছিল কোন ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সুযোগও ।

আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেল 'ঝিল্লি', উচ্ছ্বসিত গৌতম ঘোষের পুত্র নবাগত পরিচালক ঈশান

চলচ্চিত্র জগতে বিভিন্ন পরিচালক ও চিত্রগাহকের সঙ্গে কাজ করেছেন তিনি । ছোট থেকেই চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে উৎসাহ ছিল তাঁর । সেখান থেকেই তথ্যচিত্র নির্মানের ভাবনা ৷ যা আজ তাঁর ঝুলিতে এনে দিল জাতীয় পুরস্কার ৷ তিনি বলেন, "আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁরা সকলেই মফঃস্বলের মানুষ । এই ছবি পুরস্কৃত হওয়া মানে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো । করোনার সময় এই কাজ করা হয়েছে । সাফল্য পেয়েছি এতেই খুশি ।"

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে 24 অগস্ট 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর ঘোষণা হয়েছে । করোনার কারণে 2021 সালের জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে 2023 অর্থাৎ এ বছর ৷ আগামিদিনে এই পুরস্কার তুলে দেওয়া হবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে ।

Last Updated : Sep 3, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.