ETV Bharat / state

কল গার্ল বলে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, আত্মঘাতী যুবতি - a woman suicide for fake facebook account

ফেসবুকে এক যুবতির নাম ও ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট । তার জেরে লজ্জায় আত্মঘাতী যুবতি । এমনই অভিযোগ পরিবারের সদস্যদের । আজ নিজের ঘরে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শেওড়াফুলি থানার পুলিশ । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

suicide for fake facebook account
ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্টের জেরে আত্মঘাতী যুবতি
author img

By

Published : Feb 4, 2020, 11:52 PM IST

বৈদ্যবাটি, 4 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের জেরে এক যুবতির আত্মঘাতী হওয়ার অভিযোগ । নিজের ঘরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি বৈদ্যবাটির 11 নম্বর রেল গেটের কাছে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । তার জেরেই এই যুবতি আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি ।

22 বছরের এই যুবতি মামার বাড়িতেই থাকতেন । কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বিউটিশিয়ানের কোর্স করছিলেন । ছোটোবেলায় তাঁর মা মারা যান । বাবা ছেড়ে অন্যত্র চলে যায় । তাই মামার বাড়িতেই থাকতেন এই যুবতি । সম্প্রতি তাঁর বিয়ের দেখাশোনাও চলছিল । পরিবারের সদস্যরা জানান, গতকাল গভীর রাত পর্যন্ত ফোনে কারও সঙ্গে তর্কাতর্কি চলে যুবতির ।

আজ সকাল থেকে ঘরের দরজা না খোলায় জানালার কাচ ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাঁকে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । এই ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতার মামা । শেওড়াফুলি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বৈদ্যবাটি, 4 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের জেরে এক যুবতির আত্মঘাতী হওয়ার অভিযোগ । নিজের ঘরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । ঘটনাটি বৈদ্যবাটির 11 নম্বর রেল গেটের কাছে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । তার জেরেই এই যুবতি আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি ।

22 বছরের এই যুবতি মামার বাড়িতেই থাকতেন । কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বিউটিশিয়ানের কোর্স করছিলেন । ছোটোবেলায় তাঁর মা মারা যান । বাবা ছেড়ে অন্যত্র চলে যায় । তাই মামার বাড়িতেই থাকতেন এই যুবতি । সম্প্রতি তাঁর বিয়ের দেখাশোনাও চলছিল । পরিবারের সদস্যরা জানান, গতকাল গভীর রাত পর্যন্ত ফোনে কারও সঙ্গে তর্কাতর্কি চলে যুবতির ।

আজ সকাল থেকে ঘরের দরজা না খোলায় জানালার কাচ ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাঁকে । ফেসবুকে তাঁর ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয় । এই ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতার মামা । শেওড়াফুলি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Intro:কলগার্ল বলে ফেসবুকে ভুয়ো একাউন্ট।তারপরই যুবতীর অস্বাভাবিক মৃত্যু।মৃতদেহ উদ্ধার নিজেরই ঘর থেকে।ঘটনাটি বৈদ্যবাটির 11 নম্বর রেল গেটের কাছে।22 বছরের এই যুবতীর মামার বাড়িতেই থাকত।সে কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে পড়াশোনা শেষ করে।সম্প্রতি একটি বিউটিশিয়ানের কোর্স করছিল।ফেসবুকে তার ছবি ও নাম ব্যবহার করে কল গার্ল পরিচয় দেওয়া হয়।তার জন্যই আত্মহত্যা করে বলে অনুমান পরিবারের।পরে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে জন্য পাঠানো হয়।তবে কি কারণে আত্মহত্যা সেটা পরিষ্কার হয়নি এখন।পরিবারের তরফে লিখিত অভিযোগ হয়নি এখনও।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ছোট বেলায় মা মারা যায়।বাবা ছেড়ে চলে যায়।তাই মামার বাড়িতে মানুষ হয় সে।সম্প্রতি বিয়ের দেখাশোনা চলছিলো তাঁর।গতকাল গভীর রাত পর্যন্ত ফোনে কারো সঙ্গে তর্কাতর্কি চলে যুবতীর।আজ সকাল থেকে ঘরের দরজা না খোলায় জানলার কাঁচ ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে।
মৃতার মামার অভিযোগ ফেসবুকে ভুয়ো একাউন্ট হয়।সহজে উল্টো পাল্টা প্রলোভনে পা দিয়ে দেয়।সেই সমস্ত কথা মেনে চলতে হয় ।নাহলে নিজেকে শেষ করে দিতে হয়।হয়তো আমার ভাগ্নির ক্ষেত্রে এটাই হল।নিজেকে শেষ করে দিয়ে বাড়ির লজ্জা ঢাকতে চলে গেল।আমি ফেসবুক নিয়ে বলতে পারব না।কিন্তু এসব অনেক কথা শুনি।থানায় অভিযোগ নিয়ে পরিবারের সঙ্গে কথা বার্তা বলি।যদি কিছু সুরাহা করতে পারে।Body:WB_HGL_FACK FACEBOOK_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.