চুঁচুড়া, 8মে : জেলাশাসকের দপ্তরের থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হল এক যুবতির মৃতদেহ । এক ব্যক্তি রাস্তাতেই মহিলার গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । মৃত যুবতির নাম ছবি দে (35) । তারক মণ্ডল নামে ওই অভিযুক্ত যুবতির পূর্ব পরিচিত বলে জানিয়েছে ছবির পরিবার ।
পরিবার সূত্রে খবর, চুঁচুড়ার সত্যপীর তলার বাসিন্দা ছিলেন ছবি । বিয়ের পর তাঁর স্বামীর সঙ্গে এখানেই থাকতেন তিনি । তাঁদের একটি মেয়েও আছে । কয়েকবছর পর তারক মণ্ডল বলে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন । স্বামীকে ছেড়ে তার সঙ্গেই থাকতে শুরু করেন ছবি । অন্য রাজ্যে চলে গিয়েছিলেন । লকডাউনের আগে চুঁচুড়ায় ফেরেন ছবি । ফেরার পরেও তারকের সঙ্গেই ঘর ভাড়া করে থাকতেন । কয়েকদিন আগে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন । বাড়তে থাকে কথোপকথন । এই নিয়ে তারকের সঙ্গে প্রায়ই অশান্তি হত ।
আজ সকালে স্বামীর সঙ্গে জুতো কিনতে আসেন ছবি । সেইসময় তারক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় । ছবির মেয়ে এই বিষয়ে বলে, “ ওই লোকটা সাইকেলে করে আসে । প্রথমে বাবাকেই আঘাত করতে চেয়েছিল । বাবা পালিয়ে যায় । মা’র উপর হামলা করে । মায়ের গলার নলি কেটে দেয় তারক নামের লোকটি ।” প্রত্যক্ষদর্শীরাও একই বিবরণ দিয়েছেন । জেলাশাসকের দপ্তরের কাছে এরকম অপরাধ হওয়ায় আতঙ্কে রয়েছেন চুঁচুড়াবাসী ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ।
এইদিকে BJP-র অভিযোগের আঙুল শাসক দলের দিকেই । BJP কর্মী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দিবালোকে এইভাবে খুনের ঘটনায় বোঝা যাচ্ছে প্রশাসন কতটা শিথিল । পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি । তাঁর অভিযোগ অবশ্যই কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে । তা না হলে এই ভাবে খুন করতে পারে না । যদিও পুলিশ সূত্রে খবর, ধারালো অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ করেছে তারক । পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে অশান্তির জেরেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ছবিকে । কিন্তু এর পিছনে আরও কোনও কারণ আছে কি না, ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।