ETV Bharat / state

কোরোনা চিকিৎসার ইচ্ছেপ্রকাশ উত্তরপাড়ার বেসরকারি হাসপাতালের

সরকারের পাশে এগিয়ে এলো উত্তরপাড়ার এক বেসরকারি হাসপাতাল । কোরোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য এই হাসপাতালকে ব্যবহার করতে সরকারের কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ ।

uttarpara privete hospital
বেসরকারি হাসপাতাল
author img

By

Published : Mar 28, 2020, 10:43 PM IST

উত্তরপাড়া, 28 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের পাশে থাকার আবেদন উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালের । এই হাসপাতালটি সম্পূর্ণভাবে কোরোনায় আক্রান্ত রোগীদের জন্য দেওয়ার আবেদন জানানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। সেই সঙ্গে সরকারকে কোনও খরচ লাগবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।


কোরোনার চিকিৎসার জন্য এই হাসপাতালে আপাতত 50 বেড থাকলেও পরে 200 বেড পর্যন্ত করা যাবে। এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর সংখ্যা মোট 150 জন। ছয় তলা এই হাসপাতালে 4টি OT ও আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। হাসপাতাল চালাতে মাসে খরচ হয় 20 লাখ টাকা। সেই খরচও নেবেন না বলে জানিয়ে দেন হাসপাতালের ডিরেক্টর অনন্ত রায়। উদ্দেশ্য একটাই, কোরোনা মহামারী থেকে মানুষকে বাঁচানো। সরকার ও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোই লক্ষ্য তাঁদের। ইতিমধ্যেই হাসপাতালের তরফে জেলা স্বাস্থ্য দপ্তর, ব্লক স্বাস্থ্য দপ্তরেও সরকারিভাবে আবেদন জানিয়েছেন তাঁরা।

সরকারি নির্দেশ পেলে ২৪ ঘন্টার মধ্যে খালি করে দেবেন কোরোনা রোগীদের জন্য। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কর্তৃপক্ষ। এখন থেকে কোনও রোগী ভরতি করা হচ্ছে না এখানে। জেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি এভাবে বেসরকারি হাসপাতালগুলি এগিয়ে এলে এই মারণ রাগের হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।

উত্তরপাড়া, 28 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের পাশে থাকার আবেদন উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালের । এই হাসপাতালটি সম্পূর্ণভাবে কোরোনায় আক্রান্ত রোগীদের জন্য দেওয়ার আবেদন জানানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। সেই সঙ্গে সরকারকে কোনও খরচ লাগবে না বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।


কোরোনার চিকিৎসার জন্য এই হাসপাতালে আপাতত 50 বেড থাকলেও পরে 200 বেড পর্যন্ত করা যাবে। এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর সংখ্যা মোট 150 জন। ছয় তলা এই হাসপাতালে 4টি OT ও আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। হাসপাতাল চালাতে মাসে খরচ হয় 20 লাখ টাকা। সেই খরচও নেবেন না বলে জানিয়ে দেন হাসপাতালের ডিরেক্টর অনন্ত রায়। উদ্দেশ্য একটাই, কোরোনা মহামারী থেকে মানুষকে বাঁচানো। সরকার ও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোই লক্ষ্য তাঁদের। ইতিমধ্যেই হাসপাতালের তরফে জেলা স্বাস্থ্য দপ্তর, ব্লক স্বাস্থ্য দপ্তরেও সরকারিভাবে আবেদন জানিয়েছেন তাঁরা।

সরকারি নির্দেশ পেলে ২৪ ঘন্টার মধ্যে খালি করে দেবেন কোরোনা রোগীদের জন্য। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কর্তৃপক্ষ। এখন থেকে কোনও রোগী ভরতি করা হচ্ছে না এখানে। জেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি এভাবে বেসরকারি হাসপাতালগুলি এগিয়ে এলে এই মারণ রাগের হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.