তারকেশ্বর, 30 নভেম্বর : তারকেশ্বরের জয়নগর এলাকায় পুকুরের পাড় থেকে উদ্ধার হল এক যুবকের দেহ । নাম দেবাশিস পাল । ময়নাতদন্তের জন্য তাঁর দেহ চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ ।
মৃত যুবক হরিপালের মোড়া গ্রামের বাসিন্দা । পেশায় মার্বেল মিস্ত্রি ছিলেন । তিনি জয়নগরের বাসিন্দা তাপস দলুইয়ের সঙ্গে কাজ করতেন । তাপসের বাড়িতেও দেবাশিসের যাতায়াত ছিল । এমনকী তাপসের স্ত্রীর সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়ে । এর জেরে দেবাশিসের সঙ্গে তাপসের প্রায়ই অশান্তি লেগে থাকত ।
আরও জানা গেছে, গতরাতে তাপসের স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় দেবাশিস । তারপরই রাত 11টা নাগাদ ওই এলাকার একটি পুকুরের পাড় থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় । তদন্তের স্বার্থে তাপস ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ । এদিকে ছেলেকে খুনের অভিযোগ তুলেছে দেবাশিসের বাবা ভগবান পাল ।