চণ্ডীতলা (হুগলি), 17 ডিসেম্বর : খড়কুটো জ্বেলে আগুন পোহানোর সময় বোমা ফেটে আহত দুই মহিলাসহ তিনজন । হুগলির চণ্ডীতলার আঁইয়া পাঁচমাথা এলাকার ঘটনা ৷ আহত শঙ্কর বেলেল এবং তাঁর মা ও বউদিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আজ দুপুরে স্নানের পর বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন শঙ্কর বেলেল । মেঘলা আবহাওয়ায় ঠান্ডার আমেজ ছিল । দুপুরে খাওয়ার পর হাত পা সেঁকে নিতে খড়কুটো জড়ো করে আগুন জ্বালান ৷
সেই খড়কুটোর মধ্যে থাকা একটি বোমা প্রচণ্ড শব্দে ফাটে । জামা কাপড়ে আগুন লেগে ঝলসে যান তিনজনই । গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে আঁইয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের কলকাতা রেফার করা হয় । বাড়ির উঠোনে জড়ো করে রাখা খড়কুটোর মধ্যে বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ । এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ।