ETV Bharat / state

খড়কুটো জ্বেলে আগুন পোহানোর সময় বোমা ফেটে আহত 3 - bomb blast

খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে বোমা ফেটে আহত দুই মহিলাসহ তিন। হুগলির চণ্ডীতলার আঁইয়া পাঁচমাথা এলাকার ঘটনা ৷

bomb blast
বোমা ফেটে আহত
author img

By

Published : Dec 17, 2019, 8:59 PM IST

চণ্ডীতলা (হুগলি), 17 ডিসেম্বর : খড়কুটো জ্বেলে আগুন পোহানোর সময় বোমা ফেটে আহত দুই মহিলাসহ তিনজন । হুগলির চণ্ডীতলার আঁইয়া পাঁচমাথা এলাকার ঘটনা ৷ আহত শঙ্কর বেলেল এবং তাঁর মা ও বউদিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ দুপুরে স্নানের পর বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন শঙ্কর বেলেল । মেঘলা আবহাওয়ায় ঠান্ডার আমেজ ছিল । দুপুরে খাওয়ার পর হাত পা সেঁকে নিতে খড়কুটো জড়ো করে আগুন জ্বালান ৷

সেই খড়কুটোর মধ্যে থাকা একটি বোমা প্রচণ্ড শব্দে ফাটে । জামা কাপড়ে আগুন লেগে ঝলসে যান তিনজনই । গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে আঁইয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের কলকাতা রেফার করা হয় । বাড়ির উঠোনে জড়ো করে রাখা খড়কুটোর মধ্যে বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ । এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ।

চণ্ডীতলা (হুগলি), 17 ডিসেম্বর : খড়কুটো জ্বেলে আগুন পোহানোর সময় বোমা ফেটে আহত দুই মহিলাসহ তিনজন । হুগলির চণ্ডীতলার আঁইয়া পাঁচমাথা এলাকার ঘটনা ৷ আহত শঙ্কর বেলেল এবং তাঁর মা ও বউদিকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ দুপুরে স্নানের পর বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন শঙ্কর বেলেল । মেঘলা আবহাওয়ায় ঠান্ডার আমেজ ছিল । দুপুরে খাওয়ার পর হাত পা সেঁকে নিতে খড়কুটো জড়ো করে আগুন জ্বালান ৷

সেই খড়কুটোর মধ্যে থাকা একটি বোমা প্রচণ্ড শব্দে ফাটে । জামা কাপড়ে আগুন লেগে ঝলসে যান তিনজনই । গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে আঁইয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের কলকাতা রেফার করা হয় । বাড়ির উঠোনে জড়ো করে রাখা খড়কুটোর মধ্যে বোমা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ । এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ।

Intro:Body:খরকুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে বোমা ফেটে আহত তিন ঘটনা হুগলির চন্ডীতলার আঁইয়া পাঁচমাথা এলাকার।আজ দুপুরে স্নানের পর বাড়ির উঠোনে খরকুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন শঙ্কর বেলেল।মেঘলা আবহাওয়ায় ঠান্ডার আমেজ ছিলো দিনভর।তাই হাত পা সেকে নিতে খরকুটোর আগুনে তাপ নিতে যান শঙ্কর বাবুর মা ও বৌদি।সেই খরকুটোর মধ্যে থাকা একটি বোমা প্রচন্ড শব্দে বিস্ফোরন হয়।জামা কাপড়ে আগুন লেগে ঝলসে যান তিনজনই।গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে আঁইয়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের কলকাতা রেফার করা হয়।বাড়ির উঠনে জরো করা খরকুটোর মধ্যে বোমা কোথা থেকে এলো খতিয়ে দেখছে চন্ডীতলা থানার পুলিশ।

wb_hgl_01_chanditala_bomb_copi_10007Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.