ETV Bharat / state

গ্রাম্য বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ, রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ; গ্রেফতার 2

Mob Lynching Allegation: দিনদুয়েক আগে গ্রামে দুই পাড়ার মধ্যে বিরোধ বেঁধেছিল ৷ তার জেরেই বুধবার এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল হুগলির খানাকুলে ৷

Etv Bharat
গ্রাম্য বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ খানাকুলে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 5:51 PM IST

মৃতের ভাইপোর বক্তব্য

খানাকুল, 6 ডিসেম্বর: ধান তোলাকে কেন্দ্র করে গ্রামের দুই পাড়ার লোকজনের মধ্যে গণ্ডগোল ৷ তার জেরেই এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৷ বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের সুলুট এলাকায় ৷ মৃতের নাম মকবুল রহমান মল্লিক (53)। মকবুলের মৃত্যুর খবর পেয়েই উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা । দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রামনগর থেকে গৌরহাটির রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । প্রায় দীর্ঘ সাড়ে 4 ঘণ্টা বিক্ষোভ চলে । এর জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ এসডিপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ৷ তাতেও সামাল দিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশ কামনাশিস সেন । পরে পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে । এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে । পুলিশ সূত্রে খবর, দু'জনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনদুয়েক আগে স্থানীয় এলাকায় বাড়িতে ধান আনাকে কেন্দ্র করে দুই পাড়ার কিছুজনের মধ্যে বচসা হয় । সেই বচসায় মকবুলও ছিলেন । প্রতিদিনের মতো বুধবার সকালে ধান কাটছিলেন তিনি ৷ সেই দিনের প্রতিশোধ নিতে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে তাঁখে মারধর করে । খবর পেয়ে মকবুলের পাড়ার লোকজন ঘটনাস্থলে দৌড়ে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা । পরিবারের লোকজন ও এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় মকবুলকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতের ভাইপো মিসবাউল মল্লিক বলেন, "কয়েকদিন আগে ঝামেলা হয়েছিল । তখন থানায় বসে মিটিয়ে দিয়েছিলাম । আজ সকালে ধান কাটতে গেলে আক্রমণ করা হয় কাকাকে । গৌর প্রামাণিক, সনৎ প্রামাণিক ও অশোক প্রামাণিক-সহ 12 জন মিলে লাঠি রড দিয়ে তাঁকে মেরে দেয় । প্রধানকেও ফোন করা হয়েছিল । পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যায় । আমরা চাই আসামির শাস্তি হোক ।"

আরও পড়ুন :

1 চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে! গ্রেফতার অভিযুক্ত

2 ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক

3 মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

মৃতের ভাইপোর বক্তব্য

খানাকুল, 6 ডিসেম্বর: ধান তোলাকে কেন্দ্র করে গ্রামের দুই পাড়ার লোকজনের মধ্যে গণ্ডগোল ৷ তার জেরেই এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ৷ বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের সুলুট এলাকায় ৷ মৃতের নাম মকবুল রহমান মল্লিক (53)। মকবুলের মৃত্যুর খবর পেয়েই উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা । দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রামনগর থেকে গৌরহাটির রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । প্রায় দীর্ঘ সাড়ে 4 ঘণ্টা বিক্ষোভ চলে । এর জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ এসডিপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ৷ তাতেও সামাল দিতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশ কামনাশিস সেন । পরে পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে । এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে । পুলিশ সূত্রে খবর, দু'জনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনদুয়েক আগে স্থানীয় এলাকায় বাড়িতে ধান আনাকে কেন্দ্র করে দুই পাড়ার কিছুজনের মধ্যে বচসা হয় । সেই বচসায় মকবুলও ছিলেন । প্রতিদিনের মতো বুধবার সকালে ধান কাটছিলেন তিনি ৷ সেই দিনের প্রতিশোধ নিতে কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে গিয়ে তাঁখে মারধর করে । খবর পেয়ে মকবুলের পাড়ার লোকজন ঘটনাস্থলে দৌড়ে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা । পরিবারের লোকজন ও এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় মকবুলকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতের ভাইপো মিসবাউল মল্লিক বলেন, "কয়েকদিন আগে ঝামেলা হয়েছিল । তখন থানায় বসে মিটিয়ে দিয়েছিলাম । আজ সকালে ধান কাটতে গেলে আক্রমণ করা হয় কাকাকে । গৌর প্রামাণিক, সনৎ প্রামাণিক ও অশোক প্রামাণিক-সহ 12 জন মিলে লাঠি রড দিয়ে তাঁকে মেরে দেয় । প্রধানকেও ফোন করা হয়েছিল । পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যায় । আমরা চাই আসামির শাস্তি হোক ।"

আরও পড়ুন :

1 চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন চন্দননগরে! গ্রেফতার অভিযুক্ত

2 ওড়িশায় মোবাইল চুরির চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন, একজন আশঙ্কাজনক

3 মোরগ কেনা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.