ETV Bharat / state

কোটায় আটকে অসংখ্য বাঙালি পড়ুয়া, ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রীকে - পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আর্জি কোটায় পড়তে যাওয়া পড়ুয়াদের

লকডাউনের 27 দিন অতিক্রান্ত । বাড়ি ফিরতে পারেনি কোটায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা । বিভিন্ন সমস্যায় পড়েছে তারা । অবশেষে বাড়ি ফেরার আর্জি জানাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ।

1000 students have got stuck in Rajasthan Kota
বাড়ি ফিরতে পারেনি কোটায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা
author img

By

Published : Apr 21, 2020, 3:44 PM IST

হুগলি, 21 এপ্রিল: কোরোনা মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউন । ভিন রাজ্যে প্রবেশিকার প্রস্তুতি নিতে গিয়ে আটকে পড়েছে প্রায় হাজার খানেক পড়ুয়া । কেউ উত্তরপ্রদেশ, তো কেউ মধ্যপ্রদেশে । চণ্ডীগড় বা রাজস্থানের কোটায় আটকে পড়েছে এ রাজ্যের ছাত্রছাত্রীরা । এদের বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া-হুগলি-মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় । ছাত্রছাত্রীরা জানায়, পশ্চিমবঙ্গ সরকারের তরফে আশ্বাস মিলেছে । অথচ বাড়ি ফেরানোর উদ্যোগ বিগত 27 দিনে নেওয়া হয়নি । বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ।

কোটায় আটকে পড়া প্রি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের পর্যাপ্ত শারীরিক পরীক্ষা করে ফিরিয়ে আনার দাবি করেছে সর্বভারতীয় ছাত্র সংগঠন (ASIA) । পাশাপাশি রাজস্থান সরকারের সঙ্গে কথা বলে পর্যাপ্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে । কোটায় অ্যালেন ইনস্টিটিউটে প্রি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ থেকে যায় । তেমনি হুগলি থেকে শুভেচ্ছা বিশ্বাস, কলকাতা থেকে অম্বালিকা ও নেহা খাতুন মেডিকেলের পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিল । আটকে গেছে তারা । সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছে পড়ুয়াদের কেউ কেউ।

1000 students have got stuck in Rajasthan Kota
পড়ুয়াদের সমস্যার কথা নিয়ে ASIA-র চিঠি মুখ্যমন্ত্রীকে

অন্যদিকে রাজস্থানের কোটায় কোরোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । আতঙ্কিত এ রাজ্য থেকে প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে যাওয়া ছাত্রছাত্রীরা । লকডাউনে শহর-চত্বর সহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের । এছাড়া হস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার চাপ দেওয়া হচ্ছে । এই অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা । পরিবার-পরিজনরাও চিন্তিত । সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে ৷

হুগলি, 21 এপ্রিল: কোরোনা মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউন । ভিন রাজ্যে প্রবেশিকার প্রস্তুতি নিতে গিয়ে আটকে পড়েছে প্রায় হাজার খানেক পড়ুয়া । কেউ উত্তরপ্রদেশ, তো কেউ মধ্যপ্রদেশে । চণ্ডীগড় বা রাজস্থানের কোটায় আটকে পড়েছে এ রাজ্যের ছাত্রছাত্রীরা । এদের বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া-হুগলি-মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় । ছাত্রছাত্রীরা জানায়, পশ্চিমবঙ্গ সরকারের তরফে আশ্বাস মিলেছে । অথচ বাড়ি ফেরানোর উদ্যোগ বিগত 27 দিনে নেওয়া হয়নি । বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ।

কোটায় আটকে পড়া প্রি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের পর্যাপ্ত শারীরিক পরীক্ষা করে ফিরিয়ে আনার দাবি করেছে সর্বভারতীয় ছাত্র সংগঠন (ASIA) । পাশাপাশি রাজস্থান সরকারের সঙ্গে কথা বলে পর্যাপ্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে । কোটায় অ্যালেন ইনস্টিটিউটে প্রি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ থেকে যায় । তেমনি হুগলি থেকে শুভেচ্ছা বিশ্বাস, কলকাতা থেকে অম্বালিকা ও নেহা খাতুন মেডিকেলের পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিল । আটকে গেছে তারা । সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছে পড়ুয়াদের কেউ কেউ।

1000 students have got stuck in Rajasthan Kota
পড়ুয়াদের সমস্যার কথা নিয়ে ASIA-র চিঠি মুখ্যমন্ত্রীকে

অন্যদিকে রাজস্থানের কোটায় কোরোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে । আতঙ্কিত এ রাজ্য থেকে প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ নিতে যাওয়া ছাত্রছাত্রীরা । লকডাউনে শহর-চত্বর সহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের । এছাড়া হস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার চাপ দেওয়া হচ্ছে । এই অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা । পরিবার-পরিজনরাও চিন্তিত । সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.