দার্জিলিং, 17 মার্চ : দুই রাজনৈতিক দলের দুই যুব নেতার ওপর হামলা ও পালটা হামলার ঘটনায় উত্তেজনা দার্জিলিং শহর জুড়ে । আহত দুই যুব নেতাকেই দার্জিলিং জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী ও GNLF দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে ।
সোমবার রাত আটটা নাগাদ দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দার্জিলিং রেলস্টেশনে আক্রান্ত হন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী শিবিরের যুব নেতা সঞ্জয় ঠুলুং । তাঁর অভিযোগ, 20-25 জন যুবক তাঁর ওপর হামলা চালায় । GNLF-এর যুব নেতা উদীপ মোক্তান ঘটনার সঙ্গে জড়িত বলে সঞ্জয় ঠুলুং পুলিশের কাছে অভিযোগে করেন ।
অপর ঘটনাটি ঘটে রাত 12টা নাগাদ । অভিযোগ, উদীপ মোক্তানের বাড়িতে ঢুকে সঞ্জয় ঠুলুংয়ের সমর্থকরা তাঁকে মারধর করে । তাঁর স্ত্রী ও শিশুসন্তানের ওপর চড়াও হয় বলে অভিযোগ ।
এই হামলা ও পালটা হামলার অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে । যদিও মুখে দুই দলই পাহাড়ে শান্তি বজায় রাখার কথা বলেন ।