ETV Bharat / state

Worker Died in Siliguri: নির্মীয়মাণ বহুতলের কাঠামো ভেঙে শিলিগুড়িতে শ্রমিকের মৃত্যু

নির্মীয়মাণ বাড়ির সাততলার সিঁড়ির কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের (Worker Died From Fall Down of an Under Construction House) ৷ ঘটনায় গুরুতর আহত আরও 2 শ্রমিক ৷

Worker Died
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 7:20 PM IST

Updated : Dec 1, 2022, 9:34 PM IST

শিলিগুড়ি, 1 ডিসেম্বর: শিলিগুড়িতে নির্মীয়মাণ বহুতলের কাঠামো ভেঙে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের (Worker Died in siliguri)। আহত আরও দুই ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 42নম্বর ওয়ার্ডের রাই কলোনি এলাকায়। মৃত ধীরেন্দ্র সিং বিহারের কাটিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

নির্মীয়মাণ এই বহুতলের কাঠামো ভেঙে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার সকালে রাই কলোনিতে বহুতল নির্মাণের কাজ চলছিল। হঠাৎই সাততলার সিঁড়ির কাঠামো ভেঙে নীচে পড়ে যান তিন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ধীরেন্দ্র সিং নামে ওই শ্রমিকের (worker died during construction of a multistorey building)। আহত হন বাকি দু’জন। উপস্থিত অন্যান্য শ্রমিকরা দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার, বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস ও কাউন্সিলার শোভা সুব্বা। আহতদের দেখতে নার্সিংহোমে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।

আরও পড়ুন: কোচবিহারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত 2

এসিপি শুভেন্দ্র কুমার বলেন, "ঘটনার তদন্ত চলছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।" পুলিশ সূত্রে খবর, আহত দুই শ্রমিক সূর্য বর্মন ও সঞ্জয় বর্মন। দু’জনেই ডাবগ্রাম 2নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিয়াডাঙ্গার বাসিন্দা। ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । অভিযোগ, ওই সংস্থার তরফে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা আইন মানা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিক সুমিত দাস বলেন, "সাততলায় ঢালাইয়ের কাজ চলছিল। সেইসময় ঘটনাটি ঘটে। একজন মারা গিয়েছে। কোনও সেফটি বেল্ট ছিল না শ্রমিকদের।" এই প্রসঙ্গেই কাউন্সিলার শোভা সুব্বা বলেন, "নির্মাণ সংস্থার কোনও গাফিলতি থাকলে অবশ্যই তদন্ত করা হবে।"

শিলিগুড়ি, 1 ডিসেম্বর: শিলিগুড়িতে নির্মীয়মাণ বহুতলের কাঠামো ভেঙে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের (Worker Died in siliguri)। আহত আরও দুই ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 42নম্বর ওয়ার্ডের রাই কলোনি এলাকায়। মৃত ধীরেন্দ্র সিং বিহারের কাটিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

নির্মীয়মাণ এই বহুতলের কাঠামো ভেঙে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার সকালে রাই কলোনিতে বহুতল নির্মাণের কাজ চলছিল। হঠাৎই সাততলার সিঁড়ির কাঠামো ভেঙে নীচে পড়ে যান তিন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ধীরেন্দ্র সিং নামে ওই শ্রমিকের (worker died during construction of a multistorey building)। আহত হন বাকি দু’জন। উপস্থিত অন্যান্য শ্রমিকরা দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার, বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস ও কাউন্সিলার শোভা সুব্বা। আহতদের দেখতে নার্সিংহোমে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।

আরও পড়ুন: কোচবিহারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত 2

এসিপি শুভেন্দ্র কুমার বলেন, "ঘটনার তদন্ত চলছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।" পুলিশ সূত্রে খবর, আহত দুই শ্রমিক সূর্য বর্মন ও সঞ্জয় বর্মন। দু’জনেই ডাবগ্রাম 2নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিয়াডাঙ্গার বাসিন্দা। ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । অভিযোগ, ওই সংস্থার তরফে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা আইন মানা হয়নি। ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিক সুমিত দাস বলেন, "সাততলায় ঢালাইয়ের কাজ চলছিল। সেইসময় ঘটনাটি ঘটে। একজন মারা গিয়েছে। কোনও সেফটি বেল্ট ছিল না শ্রমিকদের।" এই প্রসঙ্গেই কাউন্সিলার শোভা সুব্বা বলেন, "নির্মাণ সংস্থার কোনও গাফিলতি থাকলে অবশ্যই তদন্ত করা হবে।"

Last Updated : Dec 1, 2022, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.