ETV Bharat / state

Siliguri Triple Death : ট্রেন আসতে দেখে সেতু থেকে ঝাঁপ ! দুই মেয়ে-সহ প্রাণ গেল মহিলার - শিলিগুড়িতে রেল সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিনজনের

ট্রেনের ধাক্কা থেকে বাঁচলেও বৃহস্পতিবার বিকেলে রেল সেতুর নীচ থেকে উদ্ধার হয় দুই নাবালিকা সহ মহিলার দেহ (3 died after jumping from bridge in siliguri) ৷ ঘটনায় ব্যপক আলোড়ন পড়ে গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গি এলাকায় ৷

Siliguri Triple Death
Siliguri Triple Death
author img

By

Published : May 26, 2022, 8:05 PM IST

শিলিগুড়ি, 26 মে : ট্রেনের হুইসল শুনে পিলে চমকে গিয়েছিল ৷ চোখের সামনে তখন 'মৃত্যুদূত' ৷ দুই মেয়ে-সহ নিজের প্রাণ বাঁচাতে কী করবেন বুঝে উঠতে পারেননি মহিলা ৷ দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে দুই মেয়েকে নিয়েই সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন (woman jumps off bridge with two kids in siliguri) ৷ তাতেও শেষরক্ষা হল না ৷ ট্রেনের ধাক্কা থেকে বাঁচলেও বৃহস্পতিবার বিকেলে রেল সেতুর নীচ থেকে উদ্ধার হয় দুই নাবালিকা-সহ মহিলার দেহ ৷ ঘটনায় ব্যপক আলোড়ন পড়ে গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গি এলাকায় ৷

মৃতদের নাম, ধাম, পরিচয় স্পষ্ট না হলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা এলাকায় কাগজ, বোতল কুড়োনোর কাজ করতেন ৷ তাঁর সঙ্গেই থাকত দুই মেয়ে ৷ এদিনও সাহুডাঙ্গি এলাকায় মেয়েদের নিয়ে কাগজ কুড়োতে বেরিয়েছিলেন ৷ মাথায় বস্তা নিয়ে নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি রেল স্টেশনের মাঝে অবস্থিত একটি রেল সেতু পার হচ্ছিলেন ৷ তখনই একটি টাওয়ার ওয়াগন ইঞ্জিন সামনে চলে আসে ৷ স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মণ জানান, আতঙ্কে মেয়েদের নিয়েই সাহু নদীতে ঝাঁপ দেন ওই মহিলা ৷ তিনজনই দেওয়ালে ধাক্কা খেয়ে নীচে পড়েন ৷ তৎক্ষণাৎ মৃত্য়ু একজনের ৷ পরে আরও একজনের মৃত্যু হয় (3 died after jumping from bridge in siliguri) ৷

আরও পড়ুন : Woman Survive : রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি জিআরপি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি ফাঁড়ির পুলিশ । যদিও তাদের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ ও জিআরপি ৷ ট্রেনের ধাক্কা থেকে বাঁচতেই তিনজন ঝাঁপ দিয়েছেন নাকি অন্য কোনও কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ৷

শিলিগুড়ি, 26 মে : ট্রেনের হুইসল শুনে পিলে চমকে গিয়েছিল ৷ চোখের সামনে তখন 'মৃত্যুদূত' ৷ দুই মেয়ে-সহ নিজের প্রাণ বাঁচাতে কী করবেন বুঝে উঠতে পারেননি মহিলা ৷ দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে দুই মেয়েকে নিয়েই সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন (woman jumps off bridge with two kids in siliguri) ৷ তাতেও শেষরক্ষা হল না ৷ ট্রেনের ধাক্কা থেকে বাঁচলেও বৃহস্পতিবার বিকেলে রেল সেতুর নীচ থেকে উদ্ধার হয় দুই নাবালিকা-সহ মহিলার দেহ ৷ ঘটনায় ব্যপক আলোড়ন পড়ে গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গি এলাকায় ৷

মৃতদের নাম, ধাম, পরিচয় স্পষ্ট না হলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা এলাকায় কাগজ, বোতল কুড়োনোর কাজ করতেন ৷ তাঁর সঙ্গেই থাকত দুই মেয়ে ৷ এদিনও সাহুডাঙ্গি এলাকায় মেয়েদের নিয়ে কাগজ কুড়োতে বেরিয়েছিলেন ৷ মাথায় বস্তা নিয়ে নিউ জলপাইগুড়ি এবং আমবাড়ি রেল স্টেশনের মাঝে অবস্থিত একটি রেল সেতু পার হচ্ছিলেন ৷ তখনই একটি টাওয়ার ওয়াগন ইঞ্জিন সামনে চলে আসে ৷ স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মণ জানান, আতঙ্কে মেয়েদের নিয়েই সাহু নদীতে ঝাঁপ দেন ওই মহিলা ৷ তিনজনই দেওয়ালে ধাক্কা খেয়ে নীচে পড়েন ৷ তৎক্ষণাৎ মৃত্য়ু একজনের ৷ পরে আরও একজনের মৃত্যু হয় (3 died after jumping from bridge in siliguri) ৷

আরও পড়ুন : Woman Survive : রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি জিআরপি এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি ফাঁড়ির পুলিশ । যদিও তাদের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ ও জিআরপি ৷ ট্রেনের ধাক্কা থেকে বাঁচতেই তিনজন ঝাঁপ দিয়েছেন নাকি অন্য কোনও কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.