ETV Bharat / state

Havildar Satpal Rai : দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর, গর্বিত সৎপালের স্ত্রী - Coonoor Helicopter Crash

গতকাল সকালে হেলিকপ্টারে ওঠার আগে ফোনে শেষবার স্ত্রীর সঙ্গে কথা বলেন হাবিলদার সৎপাল রাই ৷ তারপর শত চেষ্টা করেও স্বামীকে আর ফোনে পেলেন না মন্দিরা ৷ পরে খবর থেকে জানতে পারেন কুন্নুরে চপার ভেঙে পড়ার কথা (Coonoor Helicopter Crash) ৷

Martyr Satpal Rai
দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর, গর্বিত সৎপালের স্ত্রী
author img

By

Published : Dec 9, 2021, 1:21 PM IST

Updated : Dec 9, 2021, 1:35 PM IST

দার্জিলিং, 9 ডিসেম্বর : চপারে ওঠার আগে কথা হয়েছিল, তারপর চেষ্টা করেও আর ফোনে পাওয়া যায়নি ৷ বুধবার সকালে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে ওঠার আগে বাড়িতে ফোন করেন হাবিলদার সৎপাল রাই ৷ স্ত্রী মন্দিরাকে জানান, তিনি সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছেন ৷ তারপর দুপুরের নাগাদ স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন মন্দিরা ৷ কোনওমতেই ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ শেষে খবর দেখে জানতে পারেন দুর্ঘটনার কথা (CDS Bipin Rawat's Chopper Crash at Coonoor) ৷ দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর ৷ প্রবল দুঃখের মধ্যেও গর্বিত অনুভব করছেন তিনি ৷

"সকালে ফোন করেছিল । হেলিকপ্টার থেকে নেমে ফোন করার কথা ছিল । বলেছিল, সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছি । দুপুরে ফোন না আসায় আমিই বারবার ফোন করছিলাম । কিন্তু লাগছিল না । দুপুরে আমার দিদি জানাল সিডিএসের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে । তারপরই তার মৃত্যু সংবাদ আসে..." বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন সদ্য স্বামীহারা ৷ মাঝে মাঝে মুর্ছাও যাচ্ছেন ।

রাই পরিবারের পুরুষরা সেনাবাহিনীতে নিজেদের সমর্পণ করেছেন । শুধু সৎপালই নন, তাঁর ছেলে বিকাল রাইও রয়েছেন সেনাবাহিনীতে ৷ গত চার বছর ধরে গোর্খা রাইফেলসের জওয়ান বিকাল ৷ সৎপালের বাবাও ছিলেন সেনাকর্মী ৷ পরে পঞ্জাব পুলিশে যোগ দেন ৷

চপারে ওঠার আগে সৎপালের স্ত্রী মন্দিরার সঙ্গে শেষ কথা হয়

আটানব্বইয়ে বিয়ে হয় তাঁদের ৷ মন্দিরা জানান, 2001 সালে সৎপাল সেনায় যোগ দেন । 2024-এ অবসর নেওয়ার কথা ছিল । মন্দিরা বলেন, "আমি খুশি তিনি দেশের জন্য শহিদ হয়েছেন । কিন্তু আমি আমার স্বামীকে হারালাম ।"

বৃহস্পতিবার সকাল থেকেই তাকদহের গ্লেনবার্নের বাড়িতে একে একে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেন ৷ ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর ।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার কবলে পড়ে সিডিএস প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার । আর সেই হেলিকপ্টারে ছিলেন তার নিরাপত্তারক্ষী সৎপাল রাইও । মৃত্যু হয়েছে তাঁরও । শোকার্ত গোটা দার্জিলিং ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

দার্জিলিং, 9 ডিসেম্বর : চপারে ওঠার আগে কথা হয়েছিল, তারপর চেষ্টা করেও আর ফোনে পাওয়া যায়নি ৷ বুধবার সকালে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে ওঠার আগে বাড়িতে ফোন করেন হাবিলদার সৎপাল রাই ৷ স্ত্রী মন্দিরাকে জানান, তিনি সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছেন ৷ তারপর দুপুরের নাগাদ স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন মন্দিরা ৷ কোনওমতেই ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ শেষে খবর দেখে জানতে পারেন দুর্ঘটনার কথা (CDS Bipin Rawat's Chopper Crash at Coonoor) ৷ দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর ৷ প্রবল দুঃখের মধ্যেও গর্বিত অনুভব করছেন তিনি ৷

"সকালে ফোন করেছিল । হেলিকপ্টার থেকে নেমে ফোন করার কথা ছিল । বলেছিল, সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছি । দুপুরে ফোন না আসায় আমিই বারবার ফোন করছিলাম । কিন্তু লাগছিল না । দুপুরে আমার দিদি জানাল সিডিএসের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে । তারপরই তার মৃত্যু সংবাদ আসে..." বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন সদ্য স্বামীহারা ৷ মাঝে মাঝে মুর্ছাও যাচ্ছেন ।

রাই পরিবারের পুরুষরা সেনাবাহিনীতে নিজেদের সমর্পণ করেছেন । শুধু সৎপালই নন, তাঁর ছেলে বিকাল রাইও রয়েছেন সেনাবাহিনীতে ৷ গত চার বছর ধরে গোর্খা রাইফেলসের জওয়ান বিকাল ৷ সৎপালের বাবাও ছিলেন সেনাকর্মী ৷ পরে পঞ্জাব পুলিশে যোগ দেন ৷

চপারে ওঠার আগে সৎপালের স্ত্রী মন্দিরার সঙ্গে শেষ কথা হয়

আটানব্বইয়ে বিয়ে হয় তাঁদের ৷ মন্দিরা জানান, 2001 সালে সৎপাল সেনায় যোগ দেন । 2024-এ অবসর নেওয়ার কথা ছিল । মন্দিরা বলেন, "আমি খুশি তিনি দেশের জন্য শহিদ হয়েছেন । কিন্তু আমি আমার স্বামীকে হারালাম ।"

বৃহস্পতিবার সকাল থেকেই তাকদহের গ্লেনবার্নের বাড়িতে একে একে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেন ৷ ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর ।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার কবলে পড়ে সিডিএস প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার । আর সেই হেলিকপ্টারে ছিলেন তার নিরাপত্তারক্ষী সৎপাল রাইও । মৃত্যু হয়েছে তাঁরও । শোকার্ত গোটা দার্জিলিং ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

Last Updated : Dec 9, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.