ETV Bharat / state

ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় স্বামীকে খুন, দেহ লোপাটের পর মিসিং ডায়েরি যুবতির - murder

বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের পর তার দেহ লোপাট করে থানায় নিখোঁজ ডায়েরি করল যুবতি । দার্জিলিঙের মাটিগাড়ার ঘটনা ।

সুমনা বিশ্বাস ভৌমিক
author img

By

Published : May 10, 2019, 5:45 PM IST

Updated : May 11, 2019, 6:05 PM IST

শিলিগুড়ি, 10 মে : খুনের পর স্বামীর দেহ লোপাট করে নিখোঁজের মামলা করল যুবতি । ঘটনাটি দার্জিলিঙের মাটিগাড়ার । পরে অবশ্য খুনের কথা স্বীকার করে নেয় সে । ঘটনায় ওই যুবতি ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে ।

সুমনা বিশ্বাস ভৌমিক । কয়েক বছর আগে পিন্টু ভৌমিকের সঙ্গে তার বিয়ে হয় । পিন্টু পেশায় ব্যবসায়ী । পিন্টুর পূর্ব পরিচিত মলিন সিং । পিন্টুর মাধ্যমেই দু'জনের আলাপ হয় । এরপর গড়ে ওঠে সম্পর্ক । সন্দেহ হয় পিন্টুর । তাই, কয়েকদিন আগে বাড়িতে CCTV লাগায় সে । এক রাতে সুমনা ও মলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে । সেরাতে পিন্টুর সঙ্গে সুমনার অশান্তিও হয় ।

এরপর পিন্টুকে খুন করে সুমনা ও মলিন । খুনের পর ফুলবাড়ি ক্যানেলে মৃতদেহ ফেলে দেয় । 6 মে থানায় নিখোঁজ ডায়েরি করে সুমনা । পরদিন বাড়ির লোকজনকেও জানায়, "পিন্টু নিখোঁজ ।" কিন্তু, একথা বিশ্বাস করতে চায়নি পিন্টুর পরিবার পরিজন । তারা পৃথক একটি অভিযোগ দায়ের করে । পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সুমনাকে । উঠে আসে মলিনের নামও । খুনের কথা স্বীকার করে নেয় দু'জনে । তবে, কবে খুন করেছিল তা এখনও জানা যায়নি । পিন্টুর মৃতদেহের খোঁজও পায়নি পুলিশ ।

আজ ধৃতদের আদালতে তোলা হয় । দু'জনকেই সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

শিলিগুড়ি, 10 মে : খুনের পর স্বামীর দেহ লোপাট করে নিখোঁজের মামলা করল যুবতি । ঘটনাটি দার্জিলিঙের মাটিগাড়ার । পরে অবশ্য খুনের কথা স্বীকার করে নেয় সে । ঘটনায় ওই যুবতি ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে ।

সুমনা বিশ্বাস ভৌমিক । কয়েক বছর আগে পিন্টু ভৌমিকের সঙ্গে তার বিয়ে হয় । পিন্টু পেশায় ব্যবসায়ী । পিন্টুর পূর্ব পরিচিত মলিন সিং । পিন্টুর মাধ্যমেই দু'জনের আলাপ হয় । এরপর গড়ে ওঠে সম্পর্ক । সন্দেহ হয় পিন্টুর । তাই, কয়েকদিন আগে বাড়িতে CCTV লাগায় সে । এক রাতে সুমনা ও মলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে । সেরাতে পিন্টুর সঙ্গে সুমনার অশান্তিও হয় ।

এরপর পিন্টুকে খুন করে সুমনা ও মলিন । খুনের পর ফুলবাড়ি ক্যানেলে মৃতদেহ ফেলে দেয় । 6 মে থানায় নিখোঁজ ডায়েরি করে সুমনা । পরদিন বাড়ির লোকজনকেও জানায়, "পিন্টু নিখোঁজ ।" কিন্তু, একথা বিশ্বাস করতে চায়নি পিন্টুর পরিবার পরিজন । তারা পৃথক একটি অভিযোগ দায়ের করে । পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সুমনাকে । উঠে আসে মলিনের নামও । খুনের কথা স্বীকার করে নেয় দু'জনে । তবে, কবে খুন করেছিল তা এখনও জানা যায়নি । পিন্টুর মৃতদেহের খোঁজও পায়নি পুলিশ ।

আজ ধৃতদের আদালতে তোলা হয় । দু'জনকেই সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Intro:খুনের পর স্বামীর দেহ লোপাট করে নিখোজের মামলা স্ত্রীর

খুনের পর স্বামীর দেহ লোপাট করে থানায় নিখোজের অভিযোগ দায়ের স্ত্রীর। গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক। ঘটনাটি ঘটেছে মাটিগাড়ায়।

গত 6 মে স্থানিয় থানায় নিজের স্বামী পিন্টু ভৌমিক নিখোজ বলে অভিযোগ করেন স্ত্রী সুমনা বিশবাস ভৌমিক। তিনি থানায় জানান গত কয়েক দিন ধরেই খোজ মিলছিল না পিন্টুর। সমস্ত জায়গায় খুজেও পিন্টুকে না পেয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। পরদিন পিন্টুর প্রতিবেশী অব্য আত্নীয়দেরও বিষয়টি জানান সুমনা। কিন্তু সন্দেহের জেরে গতকাল পিন্টুকে খুন করা হয়েছে এই আশংকা প্রকাশ করে পিন্টুর আত্মীয়রা পৃথক একটি অভিযোগ দায়েরের পর পিন্টুর স্ত্রীকে জেরা করে হতবাক হয়ে যায় পুলিশ।
জানা গিয়েছে, এলাকায় নানা সামগ্রী সরবরাহের ব্যবসা করতেন পিন্টু। আর্থিক ভাবেও সবচ্ছল ছিলেন তার। পিন্টুর মাধ্যমেই তার স্ত্রীর সঙ্গে আলাপ হয় জনৈক মলিন সিংহের। বাড়তে থাকে মলিন ও সুমনার ঘনিষ্টতা। দিন কয়েক আগে সন্দেহের বশে নিজের বাড়িতে সিসিটিভি লাগান পিন্টু।
পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন জেরায় সুমনা জানান মলিনের সঙ্গে দেখে ফেলেছিলেন পিন্টু। তারপরেই তাকে খুন করেন সুমনা ও মলিন। রাতে দেহ নিয়ে ফেলে দিয়ে আসেন ফুলবাড়ি ক্যানেলে। দিন কয়েক পর পুলিশের কাছে পিন্টু নিখোজ জানিয়ে অভিযোগ দায়ের করেন সুমনা।

এরপরেই গ্রেপ্তার করা হয় সুমনা ও তার প্রেমিক মলিন সিংহকে। রাতভর তল্লাশী চালনো হয় ফুলবাড়ি ক্যানেলে। তবে এখনো পিন্টুর দেহ মেলে নি। পিন্টু একমাত্র ছেলে কলকাতায় কর্মরত। তিনিও আজই এলাকায় পৌছেছেন। তিনি বলেন কিভাবে কি ঘটে গেল বুঝতেই পারছি না। পুলিশের প্রতি আস্থা রাখছি। বাবার নিখোজ রহস্য সামনে আসুক।

পুলিশ কর্তারা জানান,জিঞ্জাসাবাদের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিন্টুর দেহের খোজে তল্লাশী চলছে। আজ ধৃত দুজনকে আদালতে পাঠায় পুলিশ।Body:.Conclusion:
Last Updated : May 11, 2019, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.