ETV Bharat / state

প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রীকে পর্যটন দপ্তরে চাকরি দিল রাজ্য সরকার - প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রী

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পথে আমবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাক। তাঁর স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

west bengal govt gave job to late photo journalist biswarup basak's wife
প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রীকে পর্যটন দপ্তরের চাকরি দিল রাজ্য সরকার
author img

By

Published : Jan 31, 2021, 1:29 PM IST

শিলিগুড়ি, 31 জানুয়ারি: প্র‍য়াত চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের স্ত্রীকে পর্যটন দপ্তরে চাকরি দিল রাজ্য সরকার। রবিবার মৈনাক টুরিস্ট লজে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তাপসী বসাকের হাতে তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারও।

পর্যটন উন্নয়ন নিগমের শিলিগুড়ি কার্যালয়েই অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া হয়েছে চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের স্ত্রীকে। 6 জানুয়ারি গজলডোবায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পথে আমবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের । ১২ বছরের কন্যা ও স্ত্রীকে রেখে যান তিনি। পরিবারে একমাত্র তিনিই উপার্জন করতেন। তাঁর প্রয়াণের পর সহায় সম্বলহীন হয়ে পড়ে গোটা পরিবার।

আরও পড়ুন: চিত্র সাংবাদিক বিশ্বরূপের বসাকের বাড়িতে গৌতম দেব, শেষ শ্রদ্ধা শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে

এ দিন প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরই আমাকে নির্দেশ দেন বিশ্বরূপ বসাকের স্ত্রীর একটি চাকরির ব্যবস্থা করার জন্য। সেই মতো এদিন তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এই পরিবারকে ভবিষ্যতে যাতে কোনওরকম আর্থিক সমস্যায় না পড়তে হয় এবং বিশ্বরূপের কন্যার যাতে ঠিকমতো পড়াশোনা চলতে থাকে সেজন্য এই চাকরিক ব্যবস্থা করা হয়েছে।"

শিলিগুড়ি, 31 জানুয়ারি: প্র‍য়াত চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের স্ত্রীকে পর্যটন দপ্তরে চাকরি দিল রাজ্য সরকার। রবিবার মৈনাক টুরিস্ট লজে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তাপসী বসাকের হাতে তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারও।

পর্যটন উন্নয়ন নিগমের শিলিগুড়ি কার্যালয়েই অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া হয়েছে চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের স্ত্রীকে। 6 জানুয়ারি গজলডোবায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পথে আমবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের । ১২ বছরের কন্যা ও স্ত্রীকে রেখে যান তিনি। পরিবারে একমাত্র তিনিই উপার্জন করতেন। তাঁর প্রয়াণের পর সহায় সম্বলহীন হয়ে পড়ে গোটা পরিবার।

আরও পড়ুন: চিত্র সাংবাদিক বিশ্বরূপের বসাকের বাড়িতে গৌতম দেব, শেষ শ্রদ্ধা শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে

এ দিন প্রয়াত চিত্র সাংবাদিকের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরই আমাকে নির্দেশ দেন বিশ্বরূপ বসাকের স্ত্রীর একটি চাকরির ব্যবস্থা করার জন্য। সেই মতো এদিন তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এই পরিবারকে ভবিষ্যতে যাতে কোনওরকম আর্থিক সমস্যায় না পড়তে হয় এবং বিশ্বরূপের কন্যার যাতে ঠিকমতো পড়াশোনা চলতে থাকে সেজন্য এই চাকরিক ব্যবস্থা করা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.