ETV Bharat / state

বাঘ নয়, মমতার অবস্থা বিড়ালের মতো : দিলীপ ঘোষ - ৎঝ

গতকাল মালদায় জনসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেছিলেন ৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে "বিড়াল"-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

Dilip ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 11, 2021, 9:03 AM IST

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার "বিড়াল"-এর সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় রয়্যাল বেঙ্গল টাইগার নয়, বরং তাঁর অবস্থা অনেকটা বিড়ালের মতো । তাঁর দলের কর্মী থেকে প্রশাসনিক কর্তা, কেউই তাঁকে ভয় পায় না ।"

গতকাল মালদায় জনসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেছিলেন ৷ জানিয়ে দিয়েছিলেন তিনি কাউকে ভয় পান না । সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে "বিড়াল"-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন, বাম, বিজেপি, কংগ্রেস অনেক আম খেয়েছে, এবার আমরা খাব: মালদায় মমতা

দিলীপ ঘোষের অভিযোগ, বিরোধী দলগুলিকে রাজ্যে সভা করতে দেওয়া হচ্ছে না । বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করছেন এবং সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন । পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার "বিড়াল"-এর সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় রয়্যাল বেঙ্গল টাইগার নয়, বরং তাঁর অবস্থা অনেকটা বিড়ালের মতো । তাঁর দলের কর্মী থেকে প্রশাসনিক কর্তা, কেউই তাঁকে ভয় পায় না ।"

গতকাল মালদায় জনসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেছিলেন ৷ জানিয়ে দিয়েছিলেন তিনি কাউকে ভয় পান না । সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে "বিড়াল"-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন, বাম, বিজেপি, কংগ্রেস অনেক আম খেয়েছে, এবার আমরা খাব: মালদায় মমতা

দিলীপ ঘোষের অভিযোগ, বিরোধী দলগুলিকে রাজ্যে সভা করতে দেওয়া হচ্ছে না । বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক শব্দ ব্যবহার করছেন এবং সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন । পাশাপাশি, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.