ETV Bharat / state

Infiltrators Arrested in Siliguri: বেআইনিভাবে ভারতে প্রবেশ, শিলিগুড়িতে গ্রেফতার বাংলাদেশের দুই ভাই

ছয় মাস ধরে শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে ছিল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী (Infiltrators Arrested in Siliguri) ৷ দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ ৷

Bangladeshi Infiltrators
বাংলাদেশি অনুপ্রবেশকারী
author img

By

Published : Mar 25, 2023, 5:58 PM IST

শিলিগুড়ি, 25 মার্চ: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ। এরাজ্য সেরাজ্য ঘুরে বছরের পর বছর কাটিয়েছে । ঘুণাক্ষরেও কেউ টের পায়নি যে তারা আসলে অনুপ্রবেশকারী । শিলিগুড়ির মতো শহরে ছ'মাস ধরে গা ঢাকা দিয়েছিল দুই অনুপ্রবেশকারী ভাই । অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল দু'জনেই (Two Bangladeshi Infiltrators Arrested)। আর দুই ভাইকে জেরা করে তাজ্জব বনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা । শুক্রবার রাতে ওই দুই ভাইকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ।

ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । তবে গোটা ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয় । প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও । এ বিষয়ে শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুভেন্দ্র কুমার বলেন, "ধৃতরা বেশ কয়েকমাস ধরে শহরে গা ঢাকা দিয়েছিল । ধৃতরা কীভাবে শহরে এসেছিল এবং তাদের পরিকল্পনা কী ছিল সব খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাই হল রতন মণ্ডল ও মানিক মণ্ডল । ধৃতরা বাংলাদেশের ঢাকার মাদারিপুর থানার পুরানবাজারের বাসিন্দা । ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই দুই যুবকের মধ্যে মানিক মণ্ডল 2007 সালে ভারতে প্রবেশ করে । আর রতন মণ্ডল 2011 সালে এদেশে অনুপ্রবেশ করে । ভারতের অসম সীমান্ত দিয়ে ওই দুই ভাই এদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল । ভারতে প্রবেশ করে অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর হয়ে এরাজ্যে প্রবেশ করে তারা। গত ছ'মাস ধরে ওই দুই ভাই শিলিগুড়িতেই গা ঢাকা দিয়েছিল। যখন যে রাজ্যে গিয়েছে সেই রাজ্যেই নিজেদের জন্য ভারতের পরিচয় পত্র বানানোর চেষ্টা করেছিল তারা বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা সেসব নথি বানিয়ে উঠতে পারেনি ।

শিলিগুড়ির হায়দারপাড়ায় যুবকদ্বয় একটি বাড়িতে ভাড়া থাকত । বিধানমার্কেটে একটি গ্লাসের দোকানে কাজ করত তারা । তবে টাকার প্রয়োজনে মানুষের সমস্তরকমের দিনমজুরের কাজই করত তারা । সম্প্রতি কাজ চলে গিয়েছিল ওই দুই ভাইয়ের । এরপর এদিন রাতে তারা কাজের খোঁজে বের হয় । সেভক রোডে ইতস্তত ঘুরছিল তারা । সেই সময় ওই দুজনের আচরণ দেখে সন্দেহ হয় টহলদারিতে থাকা পুলিশের । তারা ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে । তাদের কথায় অসঙ্গতি মিললে পরিচয় পত্র দেখাতে বলা হয় । আর সেখানেই পুলিশের হাতে ধরা পরে যায় ওই দুই যুবক । কোনও নথি দেখাতে না-পারায় তাদের আটক করে জেরা শুরু করলে সব পরিষ্কার হয় ৷ শুধু তাই নয়, তাদের মা-বাবা কল্যাণীতে রয়েছে বলেও তারা জানিয়েছে পুলিশকে ।

আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে গ্রেফতার 2 বাংলাদেশি মহিলা

শিলিগুড়ি, 25 মার্চ: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ। এরাজ্য সেরাজ্য ঘুরে বছরের পর বছর কাটিয়েছে । ঘুণাক্ষরেও কেউ টের পায়নি যে তারা আসলে অনুপ্রবেশকারী । শিলিগুড়ির মতো শহরে ছ'মাস ধরে গা ঢাকা দিয়েছিল দুই অনুপ্রবেশকারী ভাই । অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল দু'জনেই (Two Bangladeshi Infiltrators Arrested)। আর দুই ভাইকে জেরা করে তাজ্জব বনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা । শুক্রবার রাতে ওই দুই ভাইকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ।

ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । তবে গোটা ঘটনায় আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয় । প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও । এ বিষয়ে শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুভেন্দ্র কুমার বলেন, "ধৃতরা বেশ কয়েকমাস ধরে শহরে গা ঢাকা দিয়েছিল । ধৃতরা কীভাবে শহরে এসেছিল এবং তাদের পরিকল্পনা কী ছিল সব খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাই হল রতন মণ্ডল ও মানিক মণ্ডল । ধৃতরা বাংলাদেশের ঢাকার মাদারিপুর থানার পুরানবাজারের বাসিন্দা । ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই দুই যুবকের মধ্যে মানিক মণ্ডল 2007 সালে ভারতে প্রবেশ করে । আর রতন মণ্ডল 2011 সালে এদেশে অনুপ্রবেশ করে । ভারতের অসম সীমান্ত দিয়ে ওই দুই ভাই এদেশে অবৈধভাবে প্রবেশ করেছিল । ভারতে প্রবেশ করে অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর হয়ে এরাজ্যে প্রবেশ করে তারা। গত ছ'মাস ধরে ওই দুই ভাই শিলিগুড়িতেই গা ঢাকা দিয়েছিল। যখন যে রাজ্যে গিয়েছে সেই রাজ্যেই নিজেদের জন্য ভারতের পরিচয় পত্র বানানোর চেষ্টা করেছিল তারা বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা সেসব নথি বানিয়ে উঠতে পারেনি ।

শিলিগুড়ির হায়দারপাড়ায় যুবকদ্বয় একটি বাড়িতে ভাড়া থাকত । বিধানমার্কেটে একটি গ্লাসের দোকানে কাজ করত তারা । তবে টাকার প্রয়োজনে মানুষের সমস্তরকমের দিনমজুরের কাজই করত তারা । সম্প্রতি কাজ চলে গিয়েছিল ওই দুই ভাইয়ের । এরপর এদিন রাতে তারা কাজের খোঁজে বের হয় । সেভক রোডে ইতস্তত ঘুরছিল তারা । সেই সময় ওই দুজনের আচরণ দেখে সন্দেহ হয় টহলদারিতে থাকা পুলিশের । তারা ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে । তাদের কথায় অসঙ্গতি মিললে পরিচয় পত্র দেখাতে বলা হয় । আর সেখানেই পুলিশের হাতে ধরা পরে যায় ওই দুই যুবক । কোনও নথি দেখাতে না-পারায় তাদের আটক করে জেরা শুরু করলে সব পরিষ্কার হয় ৷ শুধু তাই নয়, তাদের মা-বাবা কল্যাণীতে রয়েছে বলেও তারা জানিয়েছে পুলিশকে ।

আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে গ্রেফতার 2 বাংলাদেশি মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.