ETV Bharat / state

Fraud Arrest: অভিনব প্রতারণার ফাঁদ ! গ্রেফতার 3 যুবক, উদ্ধার শতাধিক প্যান-এটিএম কার্ড - Three Youth Arrested for Fraud Case in Siliguri

সাইবার অপরাধীদের অভিনব প্রতারণার ফাঁদ! টাকার বিনিময়ে গরিব মানুষদের ব্যাংকের তথ্য হাতিয়ে চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র । শিলিগুড়িতে পুলিশের অভিযানে হল পর্দাফাঁস (Three Youth Arrested for Fraud Case) ।

Fraud Arrest
অভিনব প্রতারণার ফাঁদ! গ্রেফতার 3 যুবক
author img

By

Published : Dec 17, 2022, 2:08 PM IST

অভিনব প্রতারণার ফাঁদ! গ্রেফতার 3 যুবক

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: আন্তর্জাতিক প্রতারণার অভিনব কায়দার পর্দাফাঁস করল পুলিশ । অভিযানের পর প্রতারণার কায়দা শুনে রীতিমতো হতবাক পুলিশ আধিকারিকরাও । নিমেষের মধ্যে সাধারণ মানুষের ব্যাংকের যাবতীয় তথ্য, নথি ডেটাবেসের আকারে মোটা টাকার বিনিময়ে পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের সাইবার অপরাধীদের কাছে! শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এমনই এক প্রতারণা চক্রকে হাতেনাতে ধরেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার বিশেষ দল (Three Youth Arrested for Fraud Case) ।

অভিযানে চ্যারিটেবল ট্রাস্টের আড়ালে চলা ওই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে শতাধিক এটিএম কার্ড, কয়েকশো ব্যাংকের নথি, একাধিক ব্যক্তি ও বিভিন্ন সংস্থার প্যান কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথি । ঘটনায় ধৃতরা হল, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা সুজিত সিং, শিলিগুড়ি সংলগ্ন পতিরামজোতের বাসিন্দা বিজয় মাহাতো ও রামঘাটের বাসিন্দা রোহিত অধিকারী । চক্রের মূল পান্ডা অভিষেক বনসল শিলিগুড়ির খালপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ তার উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডে নতুন পাড়া চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি সংস্থা খোলা হয়েছিল ৷ ওই সংস্থার এজেন্টরা সাধারণ গরিব মানুষকে সাত থেকে আট হাজার টাকার প্রলোভন বা সরকারি সাহায্যের দেখিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলাতো । তারপর সেই অ্যাকাউন্টের পাসবই থেকে এটিএম কার্ড সব নিয়ে নিত । কিন্তু টাকা সঙ্গে সঙ্গে তাঁদের দিয়ে দেওয়া হতো । এরপর টাকার লোভে সেসব মানুষরাই অন্যান্যদেরও অ্যাকাউন্ট খোলাতে নিয়ে আসতো । পরবর্তীতে সেইসব ব্যাংকের তথ্য ডেটাবেসের আকারে মোটা টাকায় সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হত । ওইসব অ্যাকাউন্ট একদিকে যেমন মানি লন্ড্রিং বা হাওয়ালাতে ব্যাবহার করা হতো । আবার বিভিন্ন প্রতারণার টাকা মজুত করা কিংবা অনলাইন প্রতারণার জন্যও ব্যবহার করা হতো । এছাড়াও ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ, সরকারের সামাজিক প্রকল্পের টাকাও হাতিয়ে নেওয়া হতো বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: 15 কোটি ঋণের টোপ দিয়ে দেড় কোটির প্রতারণা ! দিল্লি থেকে গ্রেফতার চক্রের 'পান্ডা'

শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "এই অ্যাকাউন্টগুলো মূলত সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হতো বলে জানা গিয়েছে । মূল পান্ডার উদ্দেশ্যে খোঁজ শুরু হয়েছে । আমাদের অনুমান, আরও বেশ কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

অভিনব প্রতারণার ফাঁদ! গ্রেফতার 3 যুবক

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: আন্তর্জাতিক প্রতারণার অভিনব কায়দার পর্দাফাঁস করল পুলিশ । অভিযানের পর প্রতারণার কায়দা শুনে রীতিমতো হতবাক পুলিশ আধিকারিকরাও । নিমেষের মধ্যে সাধারণ মানুষের ব্যাংকের যাবতীয় তথ্য, নথি ডেটাবেসের আকারে মোটা টাকার বিনিময়ে পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের সাইবার অপরাধীদের কাছে! শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এমনই এক প্রতারণা চক্রকে হাতেনাতে ধরেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার বিশেষ দল (Three Youth Arrested for Fraud Case) ।

অভিযানে চ্যারিটেবল ট্রাস্টের আড়ালে চলা ওই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে শতাধিক এটিএম কার্ড, কয়েকশো ব্যাংকের নথি, একাধিক ব্যক্তি ও বিভিন্ন সংস্থার প্যান কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথি । ঘটনায় ধৃতরা হল, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা সুজিত সিং, শিলিগুড়ি সংলগ্ন পতিরামজোতের বাসিন্দা বিজয় মাহাতো ও রামঘাটের বাসিন্দা রোহিত অধিকারী । চক্রের মূল পান্ডা অভিষেক বনসল শিলিগুড়ির খালপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে ৷ তার উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডে নতুন পাড়া চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি সংস্থা খোলা হয়েছিল ৷ ওই সংস্থার এজেন্টরা সাধারণ গরিব মানুষকে সাত থেকে আট হাজার টাকার প্রলোভন বা সরকারি সাহায্যের দেখিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলাতো । তারপর সেই অ্যাকাউন্টের পাসবই থেকে এটিএম কার্ড সব নিয়ে নিত । কিন্তু টাকা সঙ্গে সঙ্গে তাঁদের দিয়ে দেওয়া হতো । এরপর টাকার লোভে সেসব মানুষরাই অন্যান্যদেরও অ্যাকাউন্ট খোলাতে নিয়ে আসতো । পরবর্তীতে সেইসব ব্যাংকের তথ্য ডেটাবেসের আকারে মোটা টাকায় সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হত । ওইসব অ্যাকাউন্ট একদিকে যেমন মানি লন্ড্রিং বা হাওয়ালাতে ব্যাবহার করা হতো । আবার বিভিন্ন প্রতারণার টাকা মজুত করা কিংবা অনলাইন প্রতারণার জন্যও ব্যবহার করা হতো । এছাড়াও ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ, সরকারের সামাজিক প্রকল্পের টাকাও হাতিয়ে নেওয়া হতো বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: 15 কোটি ঋণের টোপ দিয়ে দেড় কোটির প্রতারণা ! দিল্লি থেকে গ্রেফতার চক্রের 'পান্ডা'

শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "এই অ্যাকাউন্টগুলো মূলত সাইবার অপরাধীদের কাছে বিক্রি করা হতো বলে জানা গিয়েছে । মূল পান্ডার উদ্দেশ্যে খোঁজ শুরু হয়েছে । আমাদের অনুমান, আরও বেশ কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.