দার্জিলিং, 10 মার্চ : সিকিমে ধস । পর্যটকদের একটি গাড়ির উপর পাথর পড়ে মৃত তিন । ঘটনায় আহত সাতজন । মৃত ঝরনা সাহা (48) ও আহত সাতজন বারাসতের বাসিন্দা । ঋষিপ্রিয়া ঘোষ (13) নামে মৃত কিশোরীর বাড়ি কলকাতায় ৷ আর মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সুরজ ছেত্রীর ৷ তাঁর বাড়ি সিকিমে ।
সিকিম পুলিশ সূত্রে খবর, আজ সুমো নম্বর SK01J1877 পর্যটকদের নিয়ে জ়ুলুক থেকে রংলির দিকে যাচ্ছিল । দুপুর দেড়টা নাগাদ রংলির রাস্তায় ধস নামায় একটি পাথর গাড়ির উপর পরে । যার ফলে গাড়িটি গড়িয়ে খাদে পড়ে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় গাড়ির চালকসহ তিনজনের । জখম সাতজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে । মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চলছে ।