দার্জিলিং, 20 জুন : দু'দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে । এর ফলে ফের ধসের আশঙ্কা দার্জিলিং পাহাড়ে ।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বৃষ্টির মাঝেই বাজারে আসছেন খাদ্যসামগ্রী কিনতে । বিশাল গুপ্তা নামে এক বাসিন্দা বলেন, “লাগাতার 48 ঘণ্টা ধরে বৃষ্টি চলছে দার্জিলিঙে । ফলে যে কোনও সময় ধসের কারণে রাস্তা-ঘাট বন্ধ হয়ে যেতে পারে । যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । এই আশঙ্কায় বেশি করে জিনিসপত্র কিনে রাখতে বৃষ্টি মাথায় করেই বাজারে এসেছি ।" শুধু তিনিই নন, তাঁর মতো অনেকেই একই আশঙ্কায় বাজারে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে মজুত রাখছেন ।
জুনের দ্বিতীয় সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে রাজ্যে । এরপর পাহাড়ে বৃষ্টি শুরু হতেই বেশ কয়েকটি জায়গায় ধস নামে । এর আগে গাছ পড়ে, বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে । এবার দু'দিন ধরে টানা বৃষ্টিতে ফের ধসের আশঙ্কায় পাহাড়বাসী ।