ETV Bharat / state

স্বাভাবিক নয় অসম, শিলিগুড়ির হোটেল, স্টেশনে আটকে পড়া যাত্রীদের ভিড় - নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়ণে শিলিগুড়ির হোটেলে ভিড়

অসম থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ট্রেন যায় সেগুলি নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । সেই ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল না করায় ভুগতে হচ্ছে যাত্রীদের । আটকে পড়া যাত্রীদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি এসেছিলেন ৷ তাঁর নাম পবন ভট্টার । তিনি অসমের জোরহাটের বাসিন্দা ৷ আজ তাঁর ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ৷

crowds-are-increasing
ভিড় বাড়ছে যাত্রীদের
author img

By

Published : Dec 13, 2019, 6:01 PM IST

শিলিগুড়ি, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং NRC নিয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্নে রাজ্যে বিক্ষোভ চলছে ৷ তার আঁচ পড়েছে শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে ৷ ওই রাজ্যগুলিতে গন্ডগোলের জেরে প্রতিদিন বাতিল হচ্ছে একাধিক ট্রেন ৷ যে ট্রেনগুলি চলছে সেগুলি অনেক দেরিতে আসছে । অসমগামী ট্রেনগুলি মূলত নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । এছাড়া সড়ক পথে শিলিগুড়ি হয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতে যান চলাচল করে । কিন্তু সড়কপথেও এখন যান চলাচল প্রায় বন্ধ । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু মানুষ যাদের বিভিন্ন কাজে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার কথা ছিল ৷ ট্রেনগুলি বাতিল হওয়ায় নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী ৷ অনেকে শিলিগুড়ি বিভিন্ন হোটেলে উঠতে বাধ্য হয়েছেন ।

অসম থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ট্রেন যায় সেগুলি নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । সেই ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল না করায় ভুগতে হচ্ছে যাত্রীদের । আটকে পড়া যাত্রীদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি এসেছিলেন ৷ তাঁর নাম পবন ভট্টার । তিনি অসমের জোরহাটের বাসিন্দা ৷ আজ তাঁর ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু ট্রেন বাতিল হওয়ায় তিনি আটকে পড়েছেন ৷ পবন বলেন, "সরকারের উচিত আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা । ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা উচিত ৷"

ভিড় বাড়ছে যাত্রীদের

অন্যদিকে শিলিগুড়ি থেকে দক্ষিণ ভারত সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা ছিল যে সমস্ত যাত্রীর তাঁরাও আটকে পড়েছেন । যাত্রীরা জানান, কোন ট্রেন কখন আসবে তা নিয়ে রেলকর্মীরা কোনও উত্তর দিতে পারছেন না ৷ অনেক ট্রেন বিলম্বে চলছে । ফলে দুর্ভোগ বাড়ছে ।

শিলিগুড়ি, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং NRC নিয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্নে রাজ্যে বিক্ষোভ চলছে ৷ তার আঁচ পড়েছে শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে ৷ ওই রাজ্যগুলিতে গন্ডগোলের জেরে প্রতিদিন বাতিল হচ্ছে একাধিক ট্রেন ৷ যে ট্রেনগুলি চলছে সেগুলি অনেক দেরিতে আসছে । অসমগামী ট্রেনগুলি মূলত নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । এছাড়া সড়ক পথে শিলিগুড়ি হয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতে যান চলাচল করে । কিন্তু সড়কপথেও এখন যান চলাচল প্রায় বন্ধ । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু মানুষ যাদের বিভিন্ন কাজে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার কথা ছিল ৷ ট্রেনগুলি বাতিল হওয়ায় নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী ৷ অনেকে শিলিগুড়ি বিভিন্ন হোটেলে উঠতে বাধ্য হয়েছেন ।

অসম থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ট্রেন যায় সেগুলি নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । সেই ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল না করায় ভুগতে হচ্ছে যাত্রীদের । আটকে পড়া যাত্রীদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি এসেছিলেন ৷ তাঁর নাম পবন ভট্টার । তিনি অসমের জোরহাটের বাসিন্দা ৷ আজ তাঁর ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু ট্রেন বাতিল হওয়ায় তিনি আটকে পড়েছেন ৷ পবন বলেন, "সরকারের উচিত আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা । ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা উচিত ৷"

ভিড় বাড়ছে যাত্রীদের

অন্যদিকে শিলিগুড়ি থেকে দক্ষিণ ভারত সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা ছিল যে সমস্ত যাত্রীর তাঁরাও আটকে পড়েছেন । যাত্রীরা জানান, কোন ট্রেন কখন আসবে তা নিয়ে রেলকর্মীরা কোনও উত্তর দিতে পারছেন না ৷ অনেক ট্রেন বিলম্বে চলছে । ফলে দুর্ভোগ বাড়ছে ।

Intro:নাগরিকত্ব বিল এবং এনআরসি নিয়ে বিক্ষোভের জেরে উত্তপ্ত অসম। গন্ডগোলের জেরে প্রতিদিনই বাতিল হচ্ছে অসংখ্য ট্রেন। বন্ধ রয়েছে সড়কপথে যানচলাচল। এই পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ভিড় বাড়ছে যাত্রীদের। কিছু ক্ষেত্রে আটকে পড়া যাত্রীরা হোটেলগুলোতে আশ্রয় নিয়েছেন।


Body:অসমে গন্ডগোলের জেরে পরিস্থিতি থমথমে। প্রতিদিনকার পরিস্থিতি যাচাই করে কিছু ট্রেন চালানোর চেষ্টা হলেও অধিকাংশ দিন বেশকিছু ট্রেন বাতিল হয়ে যাচ্ছে। সড়কপথেও সেভাবে চলছে না যানবাহন। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের কিছু জেলায় আটকে পড়েছেন যাত্রীরা। অন্যদিকে অসম থেকে দক্ষিণ ভারত গামী ট্রেন গুলি স্বাভাবিকভাবে চলাচল না করায় ভুগতে হচ্ছে বহু যাত্রীদের। থমথমে পরিবেশ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে।
স্টেশনে গিয়ে দেখা যায় বহু যাত্রী অপেক্ষায় রয়েছেন বিভিন্ন দূরপাল্লার ট্রেন গুলি গুয়াহাটি যাবে কিনা তার খোঁজ নিতে। এক যাত্রী জানান বিয়ের অনুষ্ঠানে শিলিগুড়ি এসেছিলাম। আটকে পড়েছি। ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে। কিভাবে যাবো বুঝতে পারছি না। সরকারের উচিত সুষ্ঠুভাবে ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়া। অন্যদিকে শিলিগুড়ি থেকে অন্য প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া যাত্রীরা বলেন অসম থেকে যেসব ট্রেন গুলি আসচে সেগুলি বড্ড দেরিতে চলাচল করছে। কিন্তু আমরা ট্রেনের নির্ধারিত সময়ে নিজের নিজের স্টেশনে অপেক্ষা করছি। কিন্তু ট্রেনের দেখা নেই। রেলকর্মীরা কিছুই বলতে পারছেন না। ফলে ভুগতে হচ্ছে আমাদেরও


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.