শিলিগুড়ি, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এবং NRC নিয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্নে রাজ্যে বিক্ষোভ চলছে ৷ তার আঁচ পড়েছে শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়িতে ৷ ওই রাজ্যগুলিতে গন্ডগোলের জেরে প্রতিদিন বাতিল হচ্ছে একাধিক ট্রেন ৷ যে ট্রেনগুলি চলছে সেগুলি অনেক দেরিতে আসছে । অসমগামী ট্রেনগুলি মূলত নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । এছাড়া সড়ক পথে শিলিগুড়ি হয়ে অসম সহ উত্তর-পূর্ব ভারতে যান চলাচল করে । কিন্তু সড়কপথেও এখন যান চলাচল প্রায় বন্ধ । এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু মানুষ যাদের বিভিন্ন কাজে অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার কথা ছিল ৷ ট্রেনগুলি বাতিল হওয়ায় নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী ৷ অনেকে শিলিগুড়ি বিভিন্ন হোটেলে উঠতে বাধ্য হয়েছেন ।
অসম থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ট্রেন যায় সেগুলি নিউ জলপাইগুড়ি হয়ে যাতায়াত করে । সেই ট্রেনগুলি স্বাভাবিকভাবে চলাচল না করায় ভুগতে হচ্ছে যাত্রীদের । আটকে পড়া যাত্রীদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি এসেছিলেন ৷ তাঁর নাম পবন ভট্টার । তিনি অসমের জোরহাটের বাসিন্দা ৷ আজ তাঁর ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু ট্রেন বাতিল হওয়ায় তিনি আটকে পড়েছেন ৷ পবন বলেন, "সরকারের উচিত আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা । ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা উচিত ৷"
অন্যদিকে শিলিগুড়ি থেকে দক্ষিণ ভারত সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা ছিল যে সমস্ত যাত্রীর তাঁরাও আটকে পড়েছেন । যাত্রীরা জানান, কোন ট্রেন কখন আসবে তা নিয়ে রেলকর্মীরা কোনও উত্তর দিতে পারছেন না ৷ অনেক ট্রেন বিলম্বে চলছে । ফলে দুর্ভোগ বাড়ছে ।