ETV Bharat / state

স্থানীয়দের উদ্যোগে দুর্গম পাহাড়ে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার - দুর্গম পাহাড়ে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার

প্রশাসনের মুখাপেক্ষী না থেকে পাহাড়ের দুর্গম অঞ্চলে স্থানীয়রাই তৈরি করলেন কোয়ারানটিন সেন্টার। দার্জিলিং পাহাড়ের লোধমাতে বাঁশ-ত্রিপলের এই কোয়ারানটিন সেন্টারটি যাবতীয় স্বাস্থ্য বিধি মেনেই তৈরি করা হয়েছে।

quarantine center in inaccessible hill area
দার্জিলিং
author img

By

Published : May 27, 2020, 6:39 PM IST

দার্জিলিং 27 মে: সরকারের মুখাপেক্ষী না থেকে স্থানীয়দের উদ্যোগে এবার জনবহুল এলাকা থেকে দূরে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার তৈরি হল পাহাড়ে । বাঁশ ও ত্রিপল দিয়ে দার্জিলিং পাহাড়ের লোধমাতে এই কোয়ারানটিন সেন্টারটি তৈরি করা হয়েছে । বিশেষত পরিযায়ী শ্রমিক সহ ভিনরাজ্য থেকে আসা পাহাড়বাসীদের কথা ভেবে এটি তৈরি করা হয়েছে । রিম্বিক ও লোধমা এলাকার অধিবাসী যেসব মানুষ GTA এলাকার বাইরে থেকে আসবেন তাঁদের জন্য এই কোয়ারানটিনের ব্যবস্থা করেছে স্থানীয়রা ।

লোধমা ফুটবল মাঠের এই সেন্টারের প্রতিটি ঘরকে একটি অপরটির থেকে অন্তত চার ফুট দূরত্বে রাখা হয়েছে । স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে বাথরুমের ব্যবস্থা । আবাসিকদের জন্য বাড়ি থেকেই খাবার আসবে । অন্যদিকে যাঁরা এই কোয়ারানটিন সেন্টার থাকবেন আগেভাগে তাঁদের বাড়ির থেকেই অন্য প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হবে । তবে, বাড়ির তৈরির খাবার এলেও বাড়ির লোকেরা বা পরিজনরা যাতে আবাসিকদের সংস্পর্শে না আসেন তার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ফুটবল মাঠের মাঝে তৈরি করা হয়েছে একটি আলাদা জায়গা । যেখানে স্বেছাসেবকদের হাতঘুরে একবার ব্যবহারযোগ্য প্যাকেটে নির্দিষ্ট ব্যক্তির খাবার রাখা থাকবে । সেখান থেকেই কোয়ারানটিনে থাকা ব্যক্তিরা খাবার সংগ্রহ করবেন । অন্যদিকে নিয়ম করা হয়েছে, খাবারের অবশিষ্ট বা বর্জ্য নদী বা ঝোরার জলে ফেলানো যাবে না কোনওমতেই । তা মাটির নিচে গর্ত করে রাখতে হবে।

রিম্বিক ও লোধমার স্থানীয়রা বলেন, প্রশাসনের মুখাপেক্ষী না থেকে পাহাড়ের অন্য দুর্গম তথা প্রত্যন্ত এলাকার মানুষও এই পদ্ধতিতে কোয়ারানটিন সেন্টার তৈরি করতেই পারেন ।

দার্জিলিং 27 মে: সরকারের মুখাপেক্ষী না থেকে স্থানীয়দের উদ্যোগে এবার জনবহুল এলাকা থেকে দূরে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার তৈরি হল পাহাড়ে । বাঁশ ও ত্রিপল দিয়ে দার্জিলিং পাহাড়ের লোধমাতে এই কোয়ারানটিন সেন্টারটি তৈরি করা হয়েছে । বিশেষত পরিযায়ী শ্রমিক সহ ভিনরাজ্য থেকে আসা পাহাড়বাসীদের কথা ভেবে এটি তৈরি করা হয়েছে । রিম্বিক ও লোধমা এলাকার অধিবাসী যেসব মানুষ GTA এলাকার বাইরে থেকে আসবেন তাঁদের জন্য এই কোয়ারানটিনের ব্যবস্থা করেছে স্থানীয়রা ।

লোধমা ফুটবল মাঠের এই সেন্টারের প্রতিটি ঘরকে একটি অপরটির থেকে অন্তত চার ফুট দূরত্বে রাখা হয়েছে । স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে বাথরুমের ব্যবস্থা । আবাসিকদের জন্য বাড়ি থেকেই খাবার আসবে । অন্যদিকে যাঁরা এই কোয়ারানটিন সেন্টার থাকবেন আগেভাগে তাঁদের বাড়ির থেকেই অন্য প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হবে । তবে, বাড়ির তৈরির খাবার এলেও বাড়ির লোকেরা বা পরিজনরা যাতে আবাসিকদের সংস্পর্শে না আসেন তার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ফুটবল মাঠের মাঝে তৈরি করা হয়েছে একটি আলাদা জায়গা । যেখানে স্বেছাসেবকদের হাতঘুরে একবার ব্যবহারযোগ্য প্যাকেটে নির্দিষ্ট ব্যক্তির খাবার রাখা থাকবে । সেখান থেকেই কোয়ারানটিনে থাকা ব্যক্তিরা খাবার সংগ্রহ করবেন । অন্যদিকে নিয়ম করা হয়েছে, খাবারের অবশিষ্ট বা বর্জ্য নদী বা ঝোরার জলে ফেলানো যাবে না কোনওমতেই । তা মাটির নিচে গর্ত করে রাখতে হবে।

রিম্বিক ও লোধমার স্থানীয়রা বলেন, প্রশাসনের মুখাপেক্ষী না থেকে পাহাড়ের অন্য দুর্গম তথা প্রত্যন্ত এলাকার মানুষও এই পদ্ধতিতে কোয়ারানটিন সেন্টার তৈরি করতেই পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.