দার্জিলিং, 27 মে : দক্ষিণবঙ্গের পাশাপাশি ঘূর্ণিঝড় যশের প্রভাব পড়ল পাহাড়েও । পূর্বাভাস মিলিয়ে বুধ ও বৃহস্পতিবার পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয় । টানা বৃষ্টির ফলে পাহাড়ের একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ ৷ ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার ।
বুধবার রাতে ঝড়বৃষ্টি শুরু হতেই পাহাড়জুড়ে লোডশেডিং শুরু হয় । গোটা পাহাড় অন্ধকারে ঢেকে যায় । ভোররাত থেকে ফের ব্যাপক বৃষ্টি শুরু হয় পাহাড়ে । টানা বৃষ্টির ফলে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক ও কালিম্পংয়ে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে । জেলা প্রশাসন এবং পৌরসভা সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াংয়ের ভোতাইবস্তি এবং ক্রিকেট বাজার এলাকার তিনটি বাড়িতে গাছ ভেঙে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা । গাছ কেটে পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ৷
আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা
মিরিকের চেঙাভস্তিতে দু‘টি বাড়িতে গাছ ভেঙে পড়ে । অন্যদিকে কালিম্পংয়েও একই দৃশ্য । টানা বৃষ্টির ফলে কালিম্পং পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গাছ ভেঙে পড়ে ৷ পৌরসভার কর্মীরা এসে গাছটি সরান ৷