শিলিগুড়ি, 13 মে : নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছাল বিশেষ AC ট্রেন । দিল্লি থেকে আজ বিকেলে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় । এখানে নামেন 76 জন যাত্রী । তাঁদের মধ্যে 42 জন পাহাড়ের বাসিন্দা । তাদের প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন । তারপর প্রত্যেককে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয় । নিজেদের বাড়িতে আগামী 14 দিন কোয়ারানটিনে থাকবেন এই যাত্রীরা ।
আজ দুপুরে ট্রেনটি আসার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা দেরিতে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায় । ট্রেন স্টেশনে আসতেই নেমে আসে 76 জন যাত্রী । তাদের প্রত্যেককে প্রথমে থার্মাল স্ক্রিনিং করা হয় । এরপর এক এক করে যাত্রীরা চিকিৎসকদের কাছে যান । সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা ।
পাহাড়ের যাত্রীদেরকে নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ গাড়ির বন্দোবস্ত করেছিল GTA প্রশাসন । রেলকর্তারা জানান, যাত্রীদের সকলকে আগামী 14 দিন কোয়ারানটিনে থাকতে হবে । আগামীকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে আসবে শ্রমিক স্পেশাল ট্রেন ।