ETV Bharat / state

Siliguri Mayor Gautam Deb: 'আপনাকে ভোট দেওয়া বেকার হয়েছে', সমালোচনার মুখে শিলিগুড়ির মেয়র গৌতম

শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে এক নাগরিকের সমালোচনার মুখে পড়তে হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ৷ এলাকায় জল জমে থাকায় তাঁর সমালোচনা করলেন এক শহরবাসী ৷

ETV Bharat
টক টু মেয়র অনুষ্ঠানে গৌতম দেব
author img

By

Published : Jul 22, 2023, 6:24 PM IST

Updated : Jul 22, 2023, 9:56 PM IST

সমালোচনার মুখে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, 22 জুলাই: "আপনাকে ভোট দেওয়া বেকার হয়েছে । ভোটের আগে আশ্বাস দিয়েও এখনও কাজ করেননি ।" ঘর ভর্তি পৌরনিগমের আধিকারিকদের সামনে শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে সরাসরি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে এমনভাবেই ক্ষোভ উগরে দিলেন এক শহরবাসী ৷ সমীর আর্য্য নামে ওই ব্যক্তির ওই মন্তব্য শুনে প্রথমে হচকচিয়ে যান মেয়র । আধিকারিকদের সামনে এমন কথা শুনতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। প্রথমে অপ্রস্তুত হলেও পরে বেজায় চটে যান তিনি । তবে নাগরিকের ওই অভিযোগ করার ভিডিও প্রকাশ্যে আসতেই সরগরম রাজনৈতিকমহল ।

আসলে, প্রতি শনিবার পৌর এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনতে 'টক টু মেয়র' অনুষ্ঠান করেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । যেখানে ফোনে সরাসরি নগরবাসীর অভাব-অভিযোগ শোনেন তিনি। এই শনিবারও যথারীতি সেই উনুষ্ঠানে যোগ দেন গৌতম দেব। অভাব-অভিযোগ নথিভুক্ত কর‍তে ঘরে ছিলেন পৌরনিগমের আধিকারিকরাও। সেই সময়ে শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের উত্তর একতিয়াশালের খাইখাই বাজারের বাসিন্দা সমীর আর্য্য নামে এক ব্যক্তি ফোন করেন।

আরও পড়ুন: এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক, সরানো হল রোগীদের

ফোন করে মেয়রকে তিনি বলেন,"এলাকার একটা গুরুত্বপূর্ণ রাস্তা বহুদিন ধরে বেহাল। আপনি নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন সেই রাস্তা করে দেওয়ার । কিন্তু এতদিনেও তা হয়নি । এখন মনে হচ্ছে আপনাকে বেকার ভোট দিয়েছিলাম ।" আর এই কথা শুনেই বেজায় চটে যান মেয়র গৌতম দেব । পালটা তিনি বলেন, "আপনার এলাকার বিধায়ক ও সাংসদকে কী সমস্যার কথা জানিয়েছেন? আপনি তো আর আপনার ভোট এখন আর প্রত্যাহার করতে পারবেন না । তবে লোকসভা নির্বাচনে আপনি ভুল সংশোধন করতে পারবেন । আপনি মনে হয় কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কথা বলছেন ।" বেশ কিছুক্ষণ দুজনের মধ্যেই চলে বাকযুদ্ধ । পরে মেয়র সমস্যা সমাধানের কথা জানিয়ে ফোন রেখে দেন ।

আরও পড়ুন: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

পালটা এই বিষয়ে সুর চড়িয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় । কটাক্ষ করে তিনি বলেন, "খালি মিথ্যা প্রতিশ্রুতি দিলে এরকম তো শুনতে হবেই । ভূরি ভূরি মিথ্যা আশ্বাস দিয়েছেন । তাই এখন মানুষ প্রতিবাদ করছেন ।"

পরে অভিযোগকারী সমীর আর্য্য জানান, তাঁদের এলাকার রাস্তা নিচু হয়ে গিয়েছে রাস্তায় জল জমে থাকে ৷ 2016 সালের পর এই রাস্তার কোনও উন্নয়ন হয়নি, এই এলাকাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি ৷ এই অভিযোগ জানাতেই তিনি ফোন করেছিলেন ৷ এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেও এলাকায় না যাওয়ার অভিযোগ এনেছেন তিনি ৷

সমালোচনার মুখে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, 22 জুলাই: "আপনাকে ভোট দেওয়া বেকার হয়েছে । ভোটের আগে আশ্বাস দিয়েও এখনও কাজ করেননি ।" ঘর ভর্তি পৌরনিগমের আধিকারিকদের সামনে শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে সরাসরি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিরুদ্ধে এমনভাবেই ক্ষোভ উগরে দিলেন এক শহরবাসী ৷ সমীর আর্য্য নামে ওই ব্যক্তির ওই মন্তব্য শুনে প্রথমে হচকচিয়ে যান মেয়র । আধিকারিকদের সামনে এমন কথা শুনতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। প্রথমে অপ্রস্তুত হলেও পরে বেজায় চটে যান তিনি । তবে নাগরিকের ওই অভিযোগ করার ভিডিও প্রকাশ্যে আসতেই সরগরম রাজনৈতিকমহল ।

আসলে, প্রতি শনিবার পৌর এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনতে 'টক টু মেয়র' অনুষ্ঠান করেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । যেখানে ফোনে সরাসরি নগরবাসীর অভাব-অভিযোগ শোনেন তিনি। এই শনিবারও যথারীতি সেই উনুষ্ঠানে যোগ দেন গৌতম দেব। অভাব-অভিযোগ নথিভুক্ত কর‍তে ঘরে ছিলেন পৌরনিগমের আধিকারিকরাও। সেই সময়ে শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের উত্তর একতিয়াশালের খাইখাই বাজারের বাসিন্দা সমীর আর্য্য নামে এক ব্যক্তি ফোন করেন।

আরও পড়ুন: এনআরএস হাসপাতালে আগুন-আতঙ্ক, সরানো হল রোগীদের

ফোন করে মেয়রকে তিনি বলেন,"এলাকার একটা গুরুত্বপূর্ণ রাস্তা বহুদিন ধরে বেহাল। আপনি নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন সেই রাস্তা করে দেওয়ার । কিন্তু এতদিনেও তা হয়নি । এখন মনে হচ্ছে আপনাকে বেকার ভোট দিয়েছিলাম ।" আর এই কথা শুনেই বেজায় চটে যান মেয়র গৌতম দেব । পালটা তিনি বলেন, "আপনার এলাকার বিধায়ক ও সাংসদকে কী সমস্যার কথা জানিয়েছেন? আপনি তো আর আপনার ভোট এখন আর প্রত্যাহার করতে পারবেন না । তবে লোকসভা নির্বাচনে আপনি ভুল সংশোধন করতে পারবেন । আপনি মনে হয় কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কথা বলছেন ।" বেশ কিছুক্ষণ দুজনের মধ্যেই চলে বাকযুদ্ধ । পরে মেয়র সমস্যা সমাধানের কথা জানিয়ে ফোন রেখে দেন ।

আরও পড়ুন: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

পালটা এই বিষয়ে সুর চড়িয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় । কটাক্ষ করে তিনি বলেন, "খালি মিথ্যা প্রতিশ্রুতি দিলে এরকম তো শুনতে হবেই । ভূরি ভূরি মিথ্যা আশ্বাস দিয়েছেন । তাই এখন মানুষ প্রতিবাদ করছেন ।"

পরে অভিযোগকারী সমীর আর্য্য জানান, তাঁদের এলাকার রাস্তা নিচু হয়ে গিয়েছে রাস্তায় জল জমে থাকে ৷ 2016 সালের পর এই রাস্তার কোনও উন্নয়ন হয়নি, এই এলাকাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি ৷ এই অভিযোগ জানাতেই তিনি ফোন করেছিলেন ৷ এলাকার কাউন্সিলরের বিরুদ্ধেও এলাকায় না যাওয়ার অভিযোগ এনেছেন তিনি ৷

Last Updated : Jul 22, 2023, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.