ETV Bharat / state

Siliguri Duare Sarkar Camp : দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের পতাকা, শিলিগুড়িতে বিতর্ক - Siliguri Duare Sarkar Camp controversy

সরকারি কর্মসূচিতে তৃণমূলের পতাকা (flag of TMC in Duare Sarkar camp) কেন থাকবে, প্রশ্ন বিরোধীদের ৷

Duare Sarkar Camp
দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূলের পতাকা
author img

By

Published : Feb 18, 2022, 6:32 PM IST

Updated : Feb 18, 2022, 10:59 PM IST

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : ক্যাম্পে শাসকদলের পতাকা লাগিয়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচী । সরকারি কর্মসূচির ক্যাম্পে শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোয় শিলিগুড়িতে শুরু হয়েছে বিতর্ক (flag of TMC in Duare Sarkar camp) । ঘটনা শিলিগুড়ির বাঘাযতীন কলোনির ।

15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে "দুয়ারে সরকার" কর্মসূচি । শুক্রবার শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও শুরু হয় এই ক্যাম্প (Siliguri Duare Sarkar Camp) ৷ কিন্তু অভিযোগ, স্কুল চত্বরে সরকারি এই কর্মসূচির কাজে ব্যবহার করা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন, বিতর্ক দানা বেঁধেছে ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ভোট যুদ্ধে সরগরম অমর্ত্য সেন-ঠাকুর পরিবারের সদস্যদের ওয়ার্ড

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ওই ক্যাম্পে পৌঁছন শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল । তৃণমূলের পতাকা খুলে ফেলার নির্দেশ দেন তিনি । এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেবিষয়েও নজরদারি করার নির্দেশ দেন তিনি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি নজরে আসতেই, পতাকা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । আপনারা দেখলেন, সব দলীয় পতাকাই খুলে ফেলা হয়েছে ।" শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম বলেন, "দলীয় পতাকা নিয়ে, সরকারি প্রকল্পের ক্যম্প বসবে ? এবিষয়টা কোনওমতে মানা যায়না । বিষয়টি নিয়ে, পুর-কমিশনারকে জানিয়েছি । ভাবি মেয়র গৌতম দেবকেও ফোনে জানিয়েছি । এরকম পরিবেশ আগে কখনও ছিল না । বিষয়টি প্রশাসনিকভাবে দেখা উচিৎ ।" দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "অতি উৎসাহে কেউ কেউ ওই ঘটনা ঘটিয়ে রাখতে পারে । তবে সেটা হয়ে থাকলে অন্যায় ।"

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : ক্যাম্পে শাসকদলের পতাকা লাগিয়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচী । সরকারি কর্মসূচির ক্যাম্পে শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোয় শিলিগুড়িতে শুরু হয়েছে বিতর্ক (flag of TMC in Duare Sarkar camp) । ঘটনা শিলিগুড়ির বাঘাযতীন কলোনির ।

15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে "দুয়ারে সরকার" কর্মসূচি । শুক্রবার শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও শুরু হয় এই ক্যাম্প (Siliguri Duare Sarkar Camp) ৷ কিন্তু অভিযোগ, স্কুল চত্বরে সরকারি এই কর্মসূচির কাজে ব্যবহার করা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন, বিতর্ক দানা বেঁধেছে ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ভোট যুদ্ধে সরগরম অমর্ত্য সেন-ঠাকুর পরিবারের সদস্যদের ওয়ার্ড

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ওই ক্যাম্পে পৌঁছন শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল । তৃণমূলের পতাকা খুলে ফেলার নির্দেশ দেন তিনি । এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেবিষয়েও নজরদারি করার নির্দেশ দেন তিনি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়টি নজরে আসতেই, পতাকা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । আপনারা দেখলেন, সব দলীয় পতাকাই খুলে ফেলা হয়েছে ।" শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম বলেন, "দলীয় পতাকা নিয়ে, সরকারি প্রকল্পের ক্যম্প বসবে ? এবিষয়টা কোনওমতে মানা যায়না । বিষয়টি নিয়ে, পুর-কমিশনারকে জানিয়েছি । ভাবি মেয়র গৌতম দেবকেও ফোনে জানিয়েছি । এরকম পরিবেশ আগে কখনও ছিল না । বিষয়টি প্রশাসনিকভাবে দেখা উচিৎ ।" দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "অতি উৎসাহে কেউ কেউ ওই ঘটনা ঘটিয়ে রাখতে পারে । তবে সেটা হয়ে থাকলে অন্যায় ।"

Last Updated : Feb 18, 2022, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.