ETV Bharat / state

ম্যানহোলে BJP নেতা, চিন সফরে মেয়র, প্রতিবাদে মেয়রের কুশপুতুল জ্বালাল BJP - today siliguri corporation news

খোলা ম্যানহোলে পা ফসকে পরে জখম BJP নেতা । নার্সিংহোমে চিকিংসাধীন । ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে মেয়রের কুশপুতুল জ্বালাল BJP ।

পোড়ানো হচ্ছে মেয়রের কুশপুতুল
author img

By

Published : Oct 31, 2019, 6:29 PM IST

শিলিগুড়ি, 31 অক্টোবর: কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে খোলা ম্যানহোলে পা ফসকে পরে জখম হন শিলিগুড়ির BJP নেতা রবীন্দ্রনাথ মজুমদার । মাথায় ও বুকে চোট লাগে তাঁর । বর্তমানে নার্সিংহোমে চিকিৎসাধীন । এক ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP-র যুব মোর্চার নেতারা । মেয়র অশোক ভট্টাচার্যের কুশপুতুল পোড়ানো হয় ।

এই ঘটনার BJP-র যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, " ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ শিলিগুড়ি পৌরনিগম ৷ সাধারণ মানুষকে অন্য পরিষেবা দিতেও তারা সফল নয় ৷"

শিলিগুড়ির মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত পালটা দাবি করেন, অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । তিনি আরও বলেন, "রবীন্দ্রনাথ মজুমদারের ম্যানহোলে পরে যাওয়ার ঘটনা দুঃখজনক ।" বিষয়টি খতিয়ে দেখবে বলেও আশ্বাস দেন তিনি ।

শিলিগুড়ি, 31 অক্টোবর: কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে খোলা ম্যানহোলে পা ফসকে পরে জখম হন শিলিগুড়ির BJP নেতা রবীন্দ্রনাথ মজুমদার । মাথায় ও বুকে চোট লাগে তাঁর । বর্তমানে নার্সিংহোমে চিকিৎসাধীন । এক ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP-র যুব মোর্চার নেতারা । মেয়র অশোক ভট্টাচার্যের কুশপুতুল পোড়ানো হয় ।

এই ঘটনার BJP-র যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, " ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ শিলিগুড়ি পৌরনিগম ৷ সাধারণ মানুষকে অন্য পরিষেবা দিতেও তারা সফল নয় ৷"

শিলিগুড়ির মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত পালটা দাবি করেন, অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । তিনি আরও বলেন, "রবীন্দ্রনাথ মজুমদারের ম্যানহোলে পরে যাওয়ার ঘটনা দুঃখজনক ।" বিষয়টি খতিয়ে দেখবে বলেও আশ্বাস দেন তিনি ।

Intro:ম্যানহোলে গল ড্রেনে বিজেপি নেতা, চায়নায় মেয়র; প্রতিবাদে কর্পোরেশন ঘেরাও মেয়রের কুশ পুতুল দাহ

শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ কালিপুজোয় ঘুরতে বেড়িয়ে উন্মুক্ত ম্যানহোলে গলে হাইড্রেনে পড়ে গুরুতর জখম বিজেপি নেতা। মাথা ও বুকে চোট লাগে। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপির যুব মোর্চা নেতৃত্বরা। কর্পোরেশন ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মেয়র অশোক ভট্টাচার্যের কুশপুতুল দাহ করা হয়।

Body:জানা গিয়েছে ২৯ তারিখ রাতে ঘুরতে বেড়িয়ে খোলা ম্যানহোল গলে ড্রেনে পড়ে গিয়েছিলেন বিজেপি নেতা রবীন্দ্রনাথ মজুমদার। ঘটনায় গুরুতর জখম হন তিনি। ঘটনার জেরে এদিন শিলিগুড়ির রাজপথে নামল বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা। শহরের রাজপথ জুড়ে প্রতিবাফ মিছিল শেষে কর্পোরেশন ঘেড়াও করে চলে বিক্ষোভ৷ শ্লোগান ওঠে মেয়রের ভূমিকা নিয়ে। এরপর মেয়রের কুশপুতুল দাহ করা হয় কর্পোরেশনের সদর গেটে৷

এবিষয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, কর্পোরেশন কোন প্রকার নাগরিক পরিসেবা দিতে পারছে না। একদিকে যেমন ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থ মেয়র তেমনই ব্যার্থ নাগরিক পরিবসেবা দিতে। এমতবস্থায় উনি চায়না সফরে রয়েছেন। নজর নেই শহরে। সেই কারণেই খোলা ম্যানহোল দিয়ে পড়ে গেলেন রথীন্দ্রনাথবাবু। উনি গুরুতর জখম। চিকিৎসাধীন রয়েছেন। এর দায় শুধুমাত্র কর্পোরেশনের।

Conclusion:এবিষয়ে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত বলেন, ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রাজ্যের অন্যান্য জেলার তুলনায়। আর ম্যানহোলের ঘটনাটি দুঃখজনক। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.