শিলিগুড়ি, 31 অক্টোবর: কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে খোলা ম্যানহোলে পা ফসকে পরে জখম হন শিলিগুড়ির BJP নেতা রবীন্দ্রনাথ মজুমদার । মাথায় ও বুকে চোট লাগে তাঁর । বর্তমানে নার্সিংহোমে চিকিৎসাধীন । এক ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP-র যুব মোর্চার নেতারা । মেয়র অশোক ভট্টাচার্যের কুশপুতুল পোড়ানো হয় ।
এই ঘটনার BJP-র যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, " ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ শিলিগুড়ি পৌরনিগম ৷ সাধারণ মানুষকে অন্য পরিষেবা দিতেও তারা সফল নয় ৷"
শিলিগুড়ির মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত পালটা দাবি করেন, অন্যান্য জেলার তুলনায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । তিনি আরও বলেন, "রবীন্দ্রনাথ মজুমদারের ম্যানহোলে পরে যাওয়ার ঘটনা দুঃখজনক ।" বিষয়টি খতিয়ে দেখবে বলেও আশ্বাস দেন তিনি ।