জলপাইগুড়ি, 3 এপ্রিল: লিড দিয়ে নির্বাচনে ভালো ফল করতে পারলেই মিলবে মোটরবাইক। এই ঘোষণা করেছিলেন তৃণমূলের জলপাইগুড়ি সদর ব্লক সভাপতি নিতাই কর। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তাঁকে শোকজ় করে।
দলীয় কর্মিসভায় তৃণমূলের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয়চন্দ্র বর্মণকে পাশে বসিয়ে নিতাই কর ঘোষণা করেছিলেন, যিনি প্রার্থীকে বেশি লিড দিয়ে জেতাতে পারবেন তাকে মোটর বাইক দেওয়া হবে। আর এর পরই তাঁকে শোকজ় করে কমিশন। যদিও অবশ্য নিতাই কর শোকজ় মানতে নারাজ। তিনি জানান, তাঁকে SDO অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে কেন তিনি উপহার দেবার কথা বলেছিলেন।
জলপাইগুড়ির অসম মোড়ের দলীয় কার্যালয়ে প্রার্থী বিজয়চন্দ্র বর্মণের প্রচার সভায় দলের নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিতাই কর। তিনি বলেন, "গত 2014 লোকসভা নির্বাচন, 2016 বিধানসভা এবং গত বছরের পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাল ফলাফল করেছি এই 6 টি অঞ্চলে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে এই 6টি অঞ্চলের মধ্যে যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে, সেই অঞ্চলকে একটি মোটরবাইক দেওয়া হবে।" তাঁর এই ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী বিজয় চন্দ্র বর্মণ ছাড়াও রাজগঞ্জ বিধানসভার দলীয় বিধায়ক খগেশ্বর রায় সহ অন্য নেতা ও কর্মীরা।
অন্যদিকে নিতাই কর বলেন, "আমি দলীয় মিটিংয়ে কর্মীদের এই কথা বলেছিলাম। কোনও ভোটারকে প্রভাবিত করার জন্য এই কথা বলিনি। আমাকে একটা চিঠি পাঠানো হয়েছে। আমি তার উত্তর দেব।" যদিও এই বিষয়ে তৃনমূলের প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ বলেন, "এটা আমাদের নিজেদের কর্মীদের মধ্যে উৎসাহ প্রদানের জন্যই প্রতিযোগিতা।" এই উপহারের ঘোষণার ফলে কর্মীরা আরও উজ্জীবিত হবেন বলেই তিনি মনে করেন।