শিলিগুড়ি, 21 জুন : পুলিশকে ঘিরে বিতর্ক লেগেই থাকে । পুলিশের বিরুদ্ধে ওঠে জুলুমের অভিযোগও । কিন্তু অনেক সময় দেখা যায় পুলিশের মানবিক রূপও । সোমবার বিকেল থেকে টানা বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গে ৷ জলমগ্ন হয়ে যায় শিলিগুড়ি (Water logging in Siliguri) ৷ বিপর্যস্ত হয় জনজীবন । বহু বাড়িতে ঢুকে পড়ে জল । আর ঠিক সেই ঝড়-ঝঞ্ঝার মধ্যে মানুষকে বাঁচাতে ময়দানে নামতে দেখা গেল পুলিশকে ।
মানুষের প্রাণ বাঁচানোর স্বার্থে বন্যাদুর্গতদের বাঁচাতে জলে নেমে পরেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির ওসি সুদীপ দত্ত । কোনওরকম চিন্তা না করে জলে আটকে থাকা বৃদ্ধা, দশ মাসের এক শিশু-সহ তার পরিবারকে নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে যান তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভক্তিনগর থানার ইনসপেক্টর অমরেশ সিংও ।
আরও পড়ুন : রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি, বিপর্যস্ত জনজীবন
সুদীপ দত্তের ওই কাজে গর্বিত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রত্যেক আধিকারিকরা । সোশাল মিডিয়াতেও ছবি ভাইরাল । প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । সুদীপ দত্ত বলেন, "আমি ওই সময় এতো কিছু চিন্তাই করিনি । বারোটা নাগাদ খবর আশে বেশ কয়েকটা পরিবারের বাড়িতে জল ঢুকে পরে । একদম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । তাঁদের তখন না-সরালে মুশকিল হত । কে কখন আসবে, কখন বাঁচাবে তাই আর দেরি না-করে নিজেই নেমে পরি । বেশ কয়েকজন ও এক শিশু-সহ পরিবারকে সরিয়ে অন্যত্র নিয়ে যাই । প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য ।" শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "পুলিশের যে মানবিক মুখও থাকে তা প্রমাণ হল আরও একবার । সুদীপ দত্তের জন্য আমরা গর্বিত ।"