দার্জিলিং ও জলপাইগুড়ি, 25 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর উল্লাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল বাংলাদেশের একাংশ জনতাকে । সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ভারত থেকে অনেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ এবার সেই ক্ষোভের প্রভাব পড়ল দার্জিলিংয়ের পর্যটন শিল্পে ৷ কিছু হোটেল মালিক ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আসা পর্যটকদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই নিয়ে কয়েকটি পোস্টও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ অনেকে আবার বাংলাদেশের পণ্যও বয়কটের ডাক দিয়েছেন ৷ ফলে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷
দার্জিলিংয়ের হোটেল মালিক রাম কুমার বলেন, "বিশ্বকাপে ভারতের পরাজয়ের পর বাংলাদেশ যেভাবে ভারতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । আমরা বাংলাদেশকে নিজেদের প্রতিবেশী হলেও আপন মনে করি । তাদের কাছে এই ব্যবহার সত্যিই খুব হতাশাজনক । প্রতিবাদে আমরা বুকিং নেব না । তাছাড়াও বাংলাদেশী পর্যটকদের বুকিং ক্ষেত্রেও অনেক সমস্যা থাকে ।"
ফলে বাংলাদেশী পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বুকিং নেওয়া বন্ধ করেছে পাহাড়ের একাধিক হোটেল । এতে বিপাকে পড়েছেন বাংলাদেশী পর্যটকরা । দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক-সহ সিকিমের একাংশ হোটেল মালিকগুলি বাংলাদেশী পর্যটকদের বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে । টু স্টার, থ্রি স্টার হোটেলগুলি বুকিং বন্ধ না করলেও মালিকানাধীন হোটেলগুলি বুকিং নিচ্ছে না ।
এদিকে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "বিশ্বকাপের পর এই সমস্যা তৈরি হয়েছে । তবে সব হোটেল নয় । কিছু হোটেল বাংলাদেশী পর্যটকদের বুকিং নেওয়া বন্ধ করেছে । তবে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে ।"
অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারের প্রসিদ্ধ রাসমেলায় দেশ বিদেশ থেকে প্রচুর বিক্রেতারা এসে থাকেন তাঁদের রকমারি জিনিস নিয়ে । বাদ যান না বাংলাদেশের ব্যবসায়ীরাও । বাংলাদেশের ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাসমেলায় পসরা সাজিয়ে বসেন । সেখানেও একই সমস্যা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে কোচবিহার রাসমেলায় বাংলাদেশের স্টল বয়কট করার ডাক দেওয়া হয়েছে ৷ ফলে ওই ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন ৷
এই নিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘আমরা সাধারণ মানুষকে আবেদন করেছি যাতে এই ধরনের কোনও পোস্ট কেউ না করেন । বাংলাদেশের বিক্রেতারা আমাদের আমন্ত্রণেই আসেন ৷ ফলে তাঁদের বিরুদ্ধে পোস্ট দিলে, সেটা ভালো হবে না । বাংলাদেশের একাংশ মানুষ ভারতের বিরুদ্ধে উল্লাস করলেও সবাইকে আমরা খারাপ বলতে পারি না ।’’
এই পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটন ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দুই দেশ । দুই দেশের বন্ধুত্ব নষ্ট হতে দেওয়া যায় না । কিছু মানুষের আচরণে বাংলাদেশের সমস্ত মানুষকে ভারত বিরোধী বলা ঠিক নয় । আমরা প্রচুর পর্যটক ভারতে নিয়ে যাই । শুধু তাই নয়, হাজার হাজার মানুষ প্রতিবছর ভারতের চিকিৎসার ওপর নির্ভরশীল ।’’
বাংলাদেশের চিলাহাটির বাসিন্দা জনাব খালেকুজ্জামান বলেন, ‘‘বাংলাদেশের কিছু মানুষের আচরণে বাংলাদেশের মানুষই ভারতে গিয়ে সমস্যায় পড়ছেন ৷ বাংলাদেশের একাংশ মানুষ, যা করছেন ঠিক করছেন না ।’’
আরও পড়ুন: