শিলিগুড়ি, 23 ডিসেম্বর : শীতে শহরের অন্যতম উৎসব বইমেলা ৷ আর নতুন বইয়ের আমেজ উপভোগের সুযোগ হাতছাড়া করতে নারাজ পাঠককুল । বইপ্রেমীদের জন্য আয়োজিত দুই বইমেলায় ব্যাপক সাড়া মিলেছে এবছর । করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দু'টি বইমেলায় পাঠকদের ভিড় উপচে পড়েছে । শুধু তাই নয়, গতবারের তুলনায় এবছর বইমেলায় বিক্রি বেড়েছে প্রায় 25 শতাংশ । আর তাই আনন্দিত মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলি । (Sell increases in two North Bengal Book Fair in winter)
প্রতি বছর শিলিগুড়িতে দু'টি পৃথক বইমেলার আয়োজন করা হয়ে থাকে । একটি উত্তরবঙ্গ বইমেলা । যেখানে জেলা, রাজ্য, দেশের পাশাপাশি বিদেশি প্রকাশনী সংস্থার বই পাওয়া যায় । আরেকটি রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের তরফে করা হয় ।
আরও পড়ুন : Kolkata Book Fair & Film Festival : আগামী বছরের শুরুতেই বইমেলা ও চলচ্চিত্র উৎসব, ঘোষণা রাজ্য সরকারের
সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ বইমেলা শেষবার মোট বই বিক্রি হয়েছিল প্রায় দেড় কোটি টাকার মতো । কিন্তু এবার সেই অঙ্ক প্রায় আড়াই কোটি টাকায় পৌঁছেছে । উত্তরবঙ্গ বইমেলা থেকে তুলনামূলক ছোট শিলিগুড়ি মহকুমা বইমেলায় প্রতি বছর দেড় থেকে 2 লক্ষ টাকার বই বিক্রি হয় । কিন্তু এবছর সেখানেও প্রায় আড়াই লক্ষ টাকার মতো বই বিক্রি হয়েছে, জানালেন আয়োজক কমিটির সদস্যরা ।
উত্তরবঙ্গ বইমেলার সম্পাদক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনার বিধিনিষেধের জেরে প্রায় দেড় বছর ঘরবন্দি জীবন কাটিয়েছেন পাঠকেরা । তাই এবারের বইমেলায় প্রতিদিন রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে । শেষ বারের তুলনায় বই বিক্রির পরিমাণ প্রায় 25% বৃদ্ধি হয়েছে ।"
আরও পড়ুন : Kolkata Book Fair: করোনা টিকার দু‘টি ডোজের শংসাপত্র দেখালে তবেই মিলবে বইমেলায় ঢোকার ছাড়পত্র
শিলিগুড়ি মহকুমা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক পার্থ চন্দ বলেন, "আমরা ভাবতেই পারিনি এবারের বইমেলাতে এমন অভূতপূর্ব সাড়া পাব । বই বিক্রির পরিমাণও অনেকটা বেড়েছে । ইন্টারনেটে ওয়েব পরিষেবার পরেও হাত দিয়ে ছুঁয়ে বই কেনার সেই সুযোগ হাতছাড়া করতে চাননি পাঠকেরা ।" একটি প্রকাশনী সংস্থার কর্ণধার রাজকুমার প্রসাদ বলেন, "বইমেলা নিয়ে প্রথমে আমাদের কিছুটা সন্দেহ ছিল । কিন্তু যেভাবে পাঠকদের সাড়া মিলেছে, তা দারুণ । গতবারের তুলনায় বিক্রি বেড়েছে । আমরা আশাবাদী আগামী দিনেও একইভাবে পাঠকরা আমাদের সহযোগিতা করবে ।"